• ঢাকা
  • সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জমাদিউস সানি ১৪৪৬

দ্বিতীয়বারের মতো বাবা হলেন মুশফিক


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ১১, ২০২৩, ০১:০২ পিএম
দ্বিতীয়বারের মতো বাবা হলেন মুশফিক
মুশফিকুর রহিম ও তার পরিবার। ছবি: সংগৃহীত

সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতে এশিয়া কাপের মাঝপথে দেশে ফিরে আসেন বাংলাদেশ দলের উইকেটরক্ষক ব্যাটার মুশফিকুর রহিম। সোমবার (১১ সেপ্টেম্বর) সকালে দ্বিতীয় সন্তানের বাবা হলেন মুশফিক।  

সোমবার ফেসবুকে এক পোস্টের মাধ্যমে দ্বিতীয়বারের মতো বাবা হওয়ার বিষয়টি নিশ্চিত করেন মুশফিক। জান্নাতুল কেফাইয়াত মন্ডি ও মুশফিক দম্পতির ঘরে কন্যাসন্তানের আগমন হয়েছে। এর আগে ২০১৮ সালের ৫ ফেব্রুয়ারি প্রথম সন্তানের বাবা হয়েছিলেন এই অভিজ্ঞ ক্রিকেটার। তার প্রথম সন্তান ছেলে। এবার ঘরে এসেছে মেয়েসন্তান।

দ্বিতীয় সন্তানের বাবা হওয়ার পর ফেসবুক পোস্টের মাধ্যমে মুশফিক সবার কাছে দোয়া চেয়েছেন। মুশি বলেন, ”আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের একটি কন্যাসন্তান দিয়েছেন। মা এবং শিশু উভয়েই পর্যবেক্ষণে রয়েছেন। আমাদের জন্য সকলে দোয়া করবেন।”

শ্রীলঙ্কা বিপক্ষে এশিয়া কাপের সুপার ফোরের দ্বিতীয় ম্যাচ শেষে রোববার (১০ সেপ্টেম্বর) ঢাকায় আসেন মুশফিকুর রহিম। ১৩ সেপ্টেম্বর শ্রীলঙ্কায় ফিরে আবারও দলের সঙ্গে যোগ দেবেন এই উইকেটকিপার ব্যাটার। কারণ ১৫ সেপ্টেম্বর ভারতের বিপক্ষে ম্যাচ রয়েছে বাংলাদেশের।

Link copied!