• ঢাকা
  • রবিবার, ০৬ অক্টোবর, ২০২৪, ২১ আশ্বিন ১৪৩১, ২ রবিউস সানি ১৪৪৬

হৃদরোগে আক্রান্ত হয়ে মাঠের বাইরে মিউনিখ ডিফেন্ডার


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ৭, ২০২৩, ১১:৪৯ এএম
হৃদরোগে আক্রান্ত হয়ে মাঠের বাইরে মিউনিখ ডিফেন্ডার

বায়ার্ন মিউনিখের ডিফেন্ডার নুসাইর মাজরাউই হৃদরোগে আক্রান্ত হয়েছেন। পরীক্ষায় নিশ্চিত হওয়ার পর আট সপ্তাহ পর্যন্ত মাঠের বাইরে থাকতে হবে তাকে।

মাজরাউই কোভিড পজিটিভ হওয়ার কারণে পর্তুগালের বিপক্ষে মরক্কোর বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের ম্যাচ মিস করেন। তিনি ফ্রান্সের বিপক্ষে সেমিফাইনালে ম্যাচে মাত্র ৪৫ মিনিট খেলতে পারেন। পেশির সমস্যার কারণে ক্রোয়েশিয়ার বিপক্ষে তৃতীয় স্থানের প্লে-অফ খেলতে পারেননি।

বায়ার্নে ফিরে আসার পর পরীক্ষায় জানা যায় যে ডিফেন্ডারের পেরিকার্ডিয়াম স্ফীত হয়ে গেছে। এই খবরের মানে হলো, মাজরাউই তাদের প্রশিক্ষণ শিবিরের স্কোয়াডের সঙ্গে দোহায় উড়ে যাবেন না। তার এই সমস্যা তাকে দুই মাস মাঠের বাইরে রাখবে।

ক্লাব তাদের ওয়েবসাইটে নিশ্চিত করে বলেছে, “নুসাইর মাজরাউই  শুক্রবার বায়ার্ন দলের সঙ্গে দোহায় যেতে পারেননি। বিশ্বকাপের পরে মিউনিখে একটি ফলো-আপ চেকআপের সময় এফসি বায়ার্ন দলের ডাক্তার অধ্যাপক ড. রোল্যান্ড শ্মিট তার পেরিকার্ডিয়ামের একটি হালকা প্রদাহ নির্ণয় করেছিলেন। ডিফেন্ডার এখন সেরে ওঠার জন্য অপেক্ষা করবেন।”

Link copied!