• ঢাকা
  • শনিবার, ১২ অক্টোবর, ২০২৪, ২৬ আশ্বিন ১৪৩১, ৮ রবিউস সানি ১৪৪৬
কাতার বিশ্বকাপ

এখনই অবসর নিচ্ছেন না মদ্রিচ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ১৮, ২০২২, ০৮:০০ পিএম
এখনই অবসর নিচ্ছেন না মদ্রিচ
ছবি: গেটি ইমেজস

ধারণা করা হচ্ছিল চলতি বিশ্বকাপ শেষে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানাবেন ক্রোয়েশিয়ান অধিনায়ক লুকা মদ্রিচ। তবে আপাতত অবসরের চিন্তা মাথায় নেই এই ক্রোয়াট মিডফিল্ডারের।

জাতীয় দলের হয়ে এখনও খেলা উপভোগ করছেন বলে জানান মদ্রিচ। এছাড়া এখনও সর্বোচ্চ পর্যায়ে ফুটবল খেলতে পারবেন বলেও মনে করেন তিনি।

“আমার ভবিষ্যৎ? জার্মানিতে ইউরো খেলতে পারব কি না, জানি না। জাতীয় দলের হয়ে খেলা আমি উপভোগ করছি এবং ভালো লাগছে। এখনও সর্বোচ্চ পর্যায়ে পারফর্ম করতে পারব বলে মনে করি।”

এখনই অবসর নয় বরং নেশনস লিগের আগামী আসর পর্যন্ত খেলতে চান মদ্রিচ। তারপরই ইউরোতেও খেলবেন কিনা সে বিষয়ে সিদ্ধান্ত নেবেন তিনি।

“এখন ব্যাপারটি হলো, প্রতিটি ধাপ ধরে এগোনো এবং অন্তত নেশনস লিগ পর্যন্ত চালিয়ে যাওয়া। তার পর দেখা যাবে। ওটা শেষে ইউরো নিয়ে ভাবার অনেক সময় পাওয়া যাবে” যোগ করেন মদ্রিচ।

২০১৮ বিশ্বকাপে ফাইনাল খেলা ক্রোয়েশিয়ার সামনে এবারও ছিল ফাইনাল খেলার হাতছানি। কিন্তু সেমিফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে হেরে সে আশা পূরণ হয়নি তাদের। তবে মরক্কোকে হারিয়ে বিশ্বকাপে তৃতীয় হয়েছে ক্রোয়েশিয়া।  

Link copied!