প্রথম ম্যাচের মতো ফরচুন বরিশালের বিপক্ষেও ব্যাট হাতে জ্বলে উঠেছেন রংপুর রাইডার্সের ব্যাটার রনি তালুকদার ও শোয়েব মালিক। রনির ৪০ ও শোয়েবের পঞ্চাশোর্ধ ইনিংসে বরিশালকে ১৫৯ রানের লক্ষ্য দিয়েছে রংপুর।
মঙ্গলবার (১০ জানুয়ারি) টস হেরে ব্যাটিংয়ে নেমে প্রথম বলেই সাকিব আল হাসানের শিকার হয়ে ফিরে যান রংপুর রাইডার্সের ওপেনার নাঈম শেখ। পাওয়ার প্লেতে আরও দুই উইকেট হারিয়ে শুরুতেই চাপে পড়ে রংপুর।
এরপর দলীয় ৪১ রানে সিকান্দার রাজাও ফিরে গেলে চাপ আরও বেড়ে যায় রংপুরের। তবে এরপর ২৩ বলে ৩৫ রানের জুটি গড়ে রংপুরকে টেনে তোলেন রনি তালুকদার ও শোয়েব মালিক।
অন্যরা যেখানে দ্রুত ফিরে যাচ্ছিলেন সেখানে রংপুরের রনি ব্যাট হাতে আজকেও সাবলীল ভঙ্গিতে ব্যাটিং করছিলেন। দলীয় ৭৬ রানে ফেরার আগে রনি খেলেছেন ২৮ বলে ৪০ রানের দুর্দান্ত ইনিংস।
রনি ফেরার পর রংপুরের স্কোরবোর্ড সচল রাখার দায়িত্ব পড়ে শোয়েব মালিকের কাঁধে। তবে ইনিংসের বাকি সময় মালিককে কেউ সঙ্গ দিতে পারেননি। অধিনায়ক সোহান, বেনি হাওয়েলরা দ্রুতই বিদায় নিয়েছেন।
তবে ৮ম উইকেট জুটিতে রংপুরের পেসার রবিউল ইসলাম বেশ গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। ব্যাট হাতে তার কাছ থেকে এসেছে ১৫ বলে ১৮ রানের ইনিংস। মালিক আর রবিউলের ২৬ বলে ৪১ রানের জুটিতে শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে সাত উইকেট হারিয়ে ১৫৮ রানে থামে রম্নগপুরের ইনিংস। ৩৬ বলে ৫৪ রানে অপরাজিত থাকেন মালিক।
রংপুরের হয়ে চতুরাঙ্গা ডি সিলভা ও মেহেদি হাসান মিরাজ দুইটি করে উইকেট শিকার করেন। এছাড়া সমান একটি করে উইকেট নিয়েছেন সাকিব আল হাসান, এবাদত হোসেন ও করিম জানাত।