• ঢাকা
  • রবিবার, ০৩ আগস্ট, ২০২৫, ১৯ শ্রাবণ ১৪৩২, ৮ সফর ১৪৪৬

৮ ম্যাচে প্রথম জয় ম্যানসিটির


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ৫, ২০২৪, ১০:২০ এএম
৮ ম্যাচে প্রথম জয় ম্যানসিটির
ম্যানসিটির গোল উদযাপন। ছবি: সংগৃহীত

‍‍‘জয়টা আমাদের খুব দরকার ছিল। খেলোয়াড়দের জন্য, ক্লাবের জন্য দরকার ছিল। আমরা অবশেষে কাঙ্খিত জয় পেয়েছি।‍‍’ ম্যাচশেষে কোচ পেপ গার্দিওলার কথাতেই স্পষ্ট হয়, ইংলিশ প্রিমিয়ার ফুটবল লিগের ম্যাচটিতে জয়ের জন্য কতটা মরিয়া ছিল ম্যানচেস্টার সিটি। 

বুধবার (৪ ডিসেম্বর) রাতে ইতিহাদ স্টেডিয়ামে অতিথি দল নটিংহ্যাম ফরেস্টকে ৩-০ গোলে সহজেই পরাজিত করে ম্যানসিটি। এটা ছিল সব প্রতিযোগিতা মিলে ম্যানসিটির ৮ ম্যাচে প্রথম জয়। যেখানে টানা ৪ ম্যাচে হারের পর প্রথম জয়ের মুখ দেখলো ম্যনসিটি। 

ম্যাচের ৮ মিনিটের সময় সিলভার গোলে এগিয়ে যায় পেপ গার্দিওলার শিষ্যরা। ৩১ মিনিটে কেভিন ডি ব্রুইনার গোলে ব্যবধান দ্বিগুন হয় ম্যানসিটির। ৫৭ মিনিটে ডকু আরও একটি গোল করলে নটিংহ্যাম ফরেস্টের পরাজয় নিশ্চিত হয়। আর্লিং হালান্ড খেললেও তিনি কোনো গোল করতে পারেননি। তবে তিনি অ্যাসিস্ট করেছেন গোলে। 

এই জয়ে ২৬ পয়েন্ট নিয়ে প্রিমিয়ার লিগের তালিকায় চতুর্থ স্থানে উঠে এলো ম্যানসিটি। আর ২২ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে রয়েছে ফরেস্ট। ৩৫ পয়েন্ট পেয়ে শীর্ষস্থান ধরে রেখেছে লিভারপুল। যারা বুধবার রাতে অপর ম্যাচে ৩-৩ গোলে ড্র করে নিউক্যিাসল ইউনাইটেড দলের সঙ্গে। 

Link copied!