আর্জেন্টাইন জায়ান্ট লিওনেল মেসির প্যারিসে থাকা না থাকা নিয়ে দেখা দিয়েছে সংশয়। নতুন চুক্তি এখনো করেননি ক্লাবের সঙ্গে। শোনা যাচ্ছে প্রিয় ক্লাব বার্সেলোতে ফিরে যেতেও আছে নানান বাধা-বিপত্তি। গত সপ্তাহে লিঁও`র বিপক্ষে ঘরের মাঠে হেরে পিএসজি সমর্থকদের শুনেছেন দুয়োও। এবার এক সপ্তাহের ব্যবধানে অনন্য মাইলফলক ছুঁয়ে দিলেন এই বিশ্বকাপজয়ী।
লিগ ওয়ানে নিসের বিপক্ষে ২-০ গোলে জয় পেয়েছে প্যারিসের দলটি। দুই গোলেই মেসির অবদান। ম্যাচের ২৬ মিনিটে নুনো মেন্দেসের অ্যাসিস্টে নিজেই গোল আদায় করেছেন মেসি। এই গোলের মাধ্যমে ইউরোপে গোলের ক্ষেত্রে পর্তুগিজ ক্রিস্টিয়ানো রোনালদোকে পেছনে ফেলেছেন মেসি। ক্লাব গোলে রোনালদোর ৭০১ গোলকে পেছনে ফেলে মেসি করেছেন ৭০২ গোল।
ম্যাচের দ্বিতীয় ও জয়সূচক গোলটি আসে ম্যাচের ৭৬ মিনিটে। এবার মেসির অ্যাসিস্টে গোল আদায় করেন সার্জিও রামোস। এই অ্যাসিস্টের মাধ্যমে ১ হাজার গোলে নিজের সম্পৃক্ততা নিশ্চিত করেন সাবেক বার্সেলোনা তারকা।
এই ম্যাচে জয়ের মাধ্যমে টানা দুই ম্যাচ পর জয়ের দেখা পেয়েছে পিএসজি। লিগ ওয়ানেও লিড নিয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা। ৩০ ম্যাচে পিএসজির পয়েন্ট ৬৯। দ্বিতীয় স্থানে থাকা লেন্সের পয়েন্ট ৬৩।