• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৯ মে, ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১, ২৯ শাওয়াল ১৪৪৫

আর্সেনালের বিপক্ষে যুক্তরাষ্ট্রে মেসির অভিষেক


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুন ১৭, ২০২৩, ০৮:৩৪ পিএম
আর্সেনালের বিপক্ষে যুক্তরাষ্ট্রে মেসির অভিষেক

ক্যারিয়ারের বড় সময় ইউরোপে খেলেছেন আর্জেন্টিনার মহাতারকা লিওনেল মেসি। বার্সেলোনাতে দীর্ঘদিন খেলার পর দুই মৌসুম কাটান ফরাসি ক্লাব পিএসজিতে। তবে এবার যোগ দিয়েছেন আমেরিকান মেজর লিগ সকার (এমএমএস) ক্লাব ইন্টার মিয়ামিতে। যুক্তরাষ্ট্রে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবের বিপক্ষে অভিষেক হতে পারে মেসির।

এমএমএস লিগ কর্তৃপক্ষ মৌসুম শুরুর আগেই একটি প্রীতি ম্যাচের আয়োজন করেছে। কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছে, এই প্রদর্শনী ম্যাচে মেসিকে একাদশে রেখে খেলাবে। এমএমএস স্টারের হয়ে খেলবেন সাবেক বার্সা তারকা। এ ম্যাচে এমএমএস স্টারের প্রতিপক্ষ হবে ইংলিশ ক্লাব আর্সেনাল।

আগামী ২০ জুলাই ওয়াশিংটন ডিসিতে আর্সেনালের বিপক্ষে মাঠে নামবে এমএমএল স্টার। এই দলের কোচের হিসেবে দায়িত্ব পালন করবেন ওয়েন রুনি।

মেসির নতুন দল টানা ষষ্ঠ ম্যাচ হেরে পয়েন্ট টেবিলের তলানিতে পড়ে আছে। ধারণা করা হচ্ছে, ইন্টার মায়ামির জার্সি গায়ে মেসির আগামী ২১ জুলাইয়ে অভিষেক হতে পারে।  

Link copied!