• ঢাকা
  • রবিবার, ১৩ জুলাই, ২০২৫, ২৯ আষাঢ় ১৪৩২, ১৭ মুহররম ১৪৪৬

পিএসজির মাঠে ফিরছেন মেসি


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ১১, ২০২৩, ১০:১৯ এএম
পিএসজির মাঠে ফিরছেন মেসি

বিশ্বকাপের পর লম্বা বিরতি নিয়েছিলেন আর্জেন্টিনাকে তৃতীয় বিশ্বকাপ শিরোপা পাইয়ে দেওয়া লিওনেল মেসি। লম্বা বিরতির পর প্যারিসে ফিরলেও পিএসজি বস ক্রিস্টোফে গাল্টিয়ের মেসিকে মাঠে নামাননি। অবশেষে পিএসজির লিগ ওয়ানের ম্যাচে দেখা যেতে পারে মেসিকে।

ঘরের মাঠে বাংলাদেশ সময় বুধবার রাত ২টায় অঁজির মুখোমুখি হবে ফরাসি চ্যাম্পিয়নরা। ম্যাচের আগের দিন ঘোষিত ২০ সদস্যের দলে আছে মেসির নাম।

৩৫ বছর বয়সী এই আর্জেন্টাইন ফরোয়ার্ড বেশ দীর্ঘ সময় নিজ শহর রোজারিওতে বিশ্বকাপের শিরোপা জয়ের আনন্দ উপভোগ করেছেন। তিনি ক্লাবে ফেরেন গত বুধবার, যোগ দেন অনুশীলনেও। তবে ফরাসি কাপে তাকে মাঠে নামামনি কোচ।

শুধু মেসি নন, এই ম্যাচে দলের বড় তারকাদের কেউই ছিলেন না। ফরাসি তারকা কিলিয়ান এমবাপে ও মরক্কোর আশরাফ হাকিমি নিউইয়র্কে ছুটি কাটাচ্ছিলেন। নেইমার লাল কার্ড পেয়ে বাধ্য হয়েই ছিলেন মাঠের বাইরে। তবে নিষেধাজ্ঞা কাটিয়ে লিগের ম্যাচে ফিরেছেন নেইমার।

Link copied!