• ঢাকা
  • বৃহস্পতিবার, ০২ মে, ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১, ২৩ শাওয়াল ১৪৪৫

রোনালদোকে সরিয়ে সিংহাসনে মেসি


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ২, ২০২৩, ০৪:৪১ পিএম
রোনালদোকে সরিয়ে সিংহাসনে মেসি

ক্যারিয়াড় জুড়ে একে অপরের রেকর্ড ভেঙেছেন প্রতিনিয়ত। দুজনের প্রতিদ্বন্দ্বীতায় সৃষ্টি হয়েছেন নতুন রেকর্ড। এবার ক্রিস্টিয়ানো রোনালদোর আরও একটি রেকর্ড নিজের করে নিলেন লিওনেল আন্দ্রেস মেসি।

ফর্ম হারিয়ে রোনালদো এখন ইউরোপ ছেড়ে পাড়ি জমিয়েছেন সৌদি আরবে। তবে ৩৫ বছর বয়সেও দুর্দান্ত ফর্মে থাকা মেসি এবার ইউরোপিয়ান ক্লাব ফুটবলে রোনালদোর সর্বোচ্চ গোলের রেকর্ড ভেঙে দিলেন।

বুধবার (১ ফেব্রুয়ারি) লিগ ওয়ানের ম্যাচে মোঁপেলিয়ের বিপক্ষে মেসির বর্তমান ক্লাব প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। এই ম্যাচে পিএসজির ৩-১ গোলের জয়ের দিনে দ্বিতীয় গোলটি করেছেন মেসি।

এটা ইউরোপিয়ান ক্লাব ফুটবলে মেসির ৬৯৭তম গোল। এর আগে ইউরোপিয়ান ক্লাব ফুটবলে সর্বোচ্চ ৬৯৬ গোলের রেকর্ড ছিল রোনালদোর।

মেসি ইউরোপে স্প্যানিশ ক্লাব বার্সেলোনা ও ফরাসি ক্লাব পিএসজির হয়ে খেলেছেন। এ সময়ে বার্সেলোনার জার্সিতে তার গোল ৬৭২টি এবং বর্তমান ক্লাব পিএসজির জার্সিতে করেছেন ২৫ গোল।

এদিকে ক্রিস্টিয়ানো রোনালদো ইউরোপে পাঁচটি ক্লাবের হয়ে খেলেছেন। এ সময়ে পর্তুগিজ সুপারস্টার রিয়াল মাদ্রিদের হয়ে ৪৫০ গোল, ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে ১১৮, জুভেন্টাসের হয়ে ১০১ ও লিসবনের হয়ে করেছেন ২৭ গোল।

Link copied!