• ঢাকা
  • সোমবার, ২০ মে, ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১,

আচরণবিধি ভাঙায় মেহেদী মিরাজকে ১০ হাজার টাকা জরিমানা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ৮, ২০২৩, ০৬:২৩ পিএম
আচরণবিধি ভাঙায় মেহেদী মিরাজকে ১০ হাজার টাকা জরিমানা

সিটি ক্লাবের বিপক্ষে শনিবার (৮ এপ্রিল) পাহাড়সম সংগ্রহ করে মোহামেডান। ৩৪৮ রানের সংগ্রহে প্রতিপক্ষকে ১০১ রানে হারিয়ে ঢাকা প্রিমিয়ার লিগে টানা তৃতীয় জয় তুলে নিয়েছে মোহামেডান। 

দল জয় পেলেও অসন্তুষ্ট ছিলেন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। তার এলবিডব্লিউ‍‍`র আউট কোনোভাবে মেনে নিতে পারছিলেন না তিনি। 

মাত্র ৮ বলে ৬ রান করেই মিরাজকে ফিরতে হয়। তবে আউটের ধরণ পছন্দ হয়নি তার। প্রতিপক্ষের বোলার আসিফের করা বল লেগ স্টাম্পের পাশ দিয়ে চলে যায়। কিন্তু এলবিডব্লিউ‍‍`র সিদ্ধান্ত দেন আম্পায়ার। এই সিদ্ধান্ত মানতে পারেননি মিরাজ। মাঠেই তাকে অসন্তোষ প্রকাশ করতে দেখা যায়।

এমনকি, থার্ড আম্পায়ারের সঙ্গেও কিছুক্ষণ কথা বলেন তিনি। মোবাইলে করা ভিডিও দেখান মোহামেডানের আরেক খেলোয়াড় সাকিব আল হাসানকে।

আম্পায়ারের সিদ্ধান্তের বিরোধিতা করলেও তাকে সিদ্ধান্ত মেনে নিতেই হবে। তবে এতে ভঙ্গ হয়েছে আচরণবিধি। আর তাতেই মিরাজ দোষী সাব্যস্ত হয়েছেন। তাকে এ কারণে ১০ হাজার টাকা জরিমানা গুণতে হবে।

Link copied!