• ঢাকা
  • শনিবার, ১২ অক্টোবর, ২০২৪, ২৬ আশ্বিন ১৪৩১, ৮ রবিউস সানি ১৪৪৬
কাতার বিশ্বকাপ

ফ্রান্সকে জরিমানা, শোধ করলেন এমবাপে


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ৫, ২০২২, ০৬:৪৩ পিএম
ফ্রান্সকে জরিমানা, শোধ করলেন এমবাপে
ছবিঃ গেটি ইমেজস

ফুটবল বিশ্বকাপে সাধারণত ম্যাচের সেরা খেলোয়াড়কে ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে পাঠানোর নিয়ম। গেল ম্যাচে শেষ ষোলোর ম্যাচে পোল্যান্ডের বিপক্ষে জোড়া গোল দিয়ে ম্যাচসেরা হয়েছেন ফরাসি ফুটবলার কিলিয়ান এমবাপে। ফলে স্বাভাবিকভাবেই ম্যাচের পর সংবাদ সম্মেলনে আসার কথা ছিল তার।

কিন্তু দেখা গেলো, এমবাপে সংবাদ সম্মেলনে আসেননি। তখনই থেকেই আলোচনায় ছিল, জরিমানার মুখে পড়তে যাচ্ছে ফ্রান্স ফুটবল ফেডারেশন। আর হয়েছেও সেটাই, ম্যাচের সেরা খেলোয়াড়কে সংবাদ সম্মেলনে না পাঠানোয় জরিমানা করা হয়েছে ফ্রান্সকে।

তবে ফ্রান্স ফুটবলকে করা জরিমানার পুরো অর্থ নিজেই শোধ করার সিদ্ধান্ত নিয়েছেন এমবাপে। কারণ সংবাদ সম্মেলনে না যাওয়ার জন্য দায় নিজেরই ছিল বলে মনে করেন তিনি।

এমবাপে বলেন,  “আমাকে যখন বলা হলো (আমি কথা না বলার কারণে) ফ্রান্সের ফুটবল ফেডারেশনকে জরিমানা করা হবে, আমি নিজেই সেটা দিয়ে দিলাম। কারণ, দায়টা তো আমার ছিল।”

চলতি বিশ্বকাপে দুরন্ত ফর্মে রয়েছেন কিলিয়ান এমবাপে। ইতিমধ্যে চার ম্যাচে পাঁচ গোল করেছেন তিনি। তার দলও ছুটছে দুর্বার গতিতে।

Link copied!