ম্যানইউতে স্মরণীয় সময় কাটানোর সুযোগ দিচ্ছে ম্যারিওট বনভয়


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ৫, ২০২৩, ০২:১২ পিএম
ম্যানইউতে স্মরণীয় সময় কাটানোর সুযোগ দিচ্ছে ম্যারিওট বনভয়

ম্যানচেস্টার ইউনাইটেডের ভক্তদের জন্য দারুণ সব সুযোগ অফার করছে ম্যারিওট ইন্টারন্যাশনালের পুরস্কারজয়ী ট্র্যাভেল প্রোগ্রাম ম্যারিওট বনভয়। এর সদস্যদের জন্য ম্যানইউর সঙ্গে দারুণ সময় কাটানোর সুযোগ করে দিচ্ছে তারা।

রোববার এক অনুষ্ঠানের মাধ্যমে এই অফারগুলো ঘোষণা করেছে ম্যারিওট বনভয়। ওল্ড ট্র্যাফোর্ড স্টেডিয়ামে রাত কাটানোসহ মাঠে প্রবেশ এবং দলের সঙ্গে বার্সেলোনায় যাওয়ার সুযোগ রয়েছে এর সদস্যদের। এই মৌসুমের বাকি সময়ে মারিওট বনভয় মোমেন্টস প্ল্যাটফর্মের মাধ্যমে এই সুযোগ লুফে নিতে পারবেন তারা।

মারিওট বনভয় ব্র্যান্ড অ্যান্ড মোমেন্টস মার্কেটিংয়ের ভাইস প্রেসিডেন্ট জ্যাকি ম্যাকঅ্যালিস্টার বলেছেন, "আমাদের সদস্যরা অবিস্মরণীয় মুহূর্ত তৈরির জন্য ভ্রমণ করে এবং এ কারণে আমাদের প্রিয় সদস্যদের জন্য ম্যানইউর সঙ্গে চমৎকার মারিওট বনভয় মোমেন্টসের অভিজ্ঞতার সুযোগ করে দিতে পেরে আমরা রোমাঞ্চিত।"

Link copied!