• ঢাকা
  • রবিবার, ১৯ মে, ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১,

শেষ ভালো হলো না ম্যানচেস্টার সিটির


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মে ২৯, ২০২৩, ১১:৩০ এএম
শেষ ভালো হলো না ম্যানচেস্টার সিটির

টানা তিন মৌসুম ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা জয় করেছে ম্যানচেস্টার সিটি। তবে শেষ ভালো হয়নি তাদের। লিগের শেষ ম্যাচে ব্রেন্টফোর্ডের কাছে হেরে গেছে পেপ গার্দিওলার দল।

অবশ্য আগেই শিরোপা জয় করেছিল সিটি। ব্রেন্ডফোর্ডের ম্যাচ কেবল নিয়ম রক্ষা। তবে সেই শেষটাই শুভ হলো না তাদের। প্রতিপক্ষের মাঠে ১-০ গোলে হেরে গেছে সিটি।  ইথান পিনকের গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে ব্রেন্টফোর্ড।

অন্যদিকে ব্রেন্টফোর্ডের এই জয়ে কেবল সান্ত্বনা হ্যাটট্রিক চ্যাম্পিয়নদের বিপক্ষে জয় পেয়েছে। এছাড়া কোনো লাভ হলো না। এই জয়ের পরও তারা ইউরোপা কনফারেন্স লিগে নিজেদের নাম লেখাতে পারেনি। কারণ এই জয়ে পয়েন্ট টেবিলে তাদের কোনো উন্নতি ঘটেনি। প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলে তারা ৯ নম্বরেই রয়ে গেছে। সুতরাং, জয় কোনো কাজে আসেনি তাদের।

অন্যদিকে, লিগে অপরাজিত থাকার রেকর্ডটি বড় করতে পারল না ম্যানচেস্টার সিটি। গত ৫ ফেব্রুয়ারি এর আগে ইংলিশ প্রিমিয়ার লিগে সর্বশেষ তারা হেরেছিল । টটেনহামের মাঠে ১-০ গোলের সেই হারের পর টানা ১৬ ম্যাচ অপরাজিত ছিল হ্যাটট্রিক চ্যাম্পিয়নরা। অবশেষে ১৭তম ম্যাচে হার মেনে নিতে বাধ্য হয়েছে তারা।

Link copied!