• ঢাকা
  • মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫, ৩০ আষাঢ় ১৪৩২, ১৯ মুহররম ১৪৪৬
কাতার বিশ্বকাপ

লুকাকুকে ছাড়াই প্রথম দুই ম্যাচ খেলবে বেলজিয়াম


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ২১, ২০২২, ১০:১২ এএম
লুকাকুকে ছাড়াই প্রথম দুই ম্যাচ খেলবে বেলজিয়াম

কাতার বিশ্বকাপের পর্দা উঠেছে রোববার (২০ নভেম্বর)। কিন্তু ইন্টার মিলান স্ট্রাইকার রোমেলু লুকাকু ঊরুর চোট থেকে সেরে উঠতে পারেননি এখনো। বিশ্বকাপের প্রথম দুই ম্যাচে রোমেলু লুকাকুকে ছাড়াই মাঠে নামতে হবে বেলজিয়ামকে।

গত আগস্টের শেষে ঊরুতে চোট পান লুকাকু। চোটের কারণে ২৯ বছর বয়সী তারকা এই মৌসুমে সিরি এ -তে মাত্র চারটি ম্যাচ খেলেছেন।

তার অনুপস্থিতি রবার্তো মার্টিনেজের দল প্রথম দুই ম্যাচে বেশ ভালোভাবে অনুভব করবে। কারণ, লুকাকু বেলজিয়ামের হয়ে আন্তর্জাতিক আসরে ১০২ ম্যাচে ৬৮টি গোলের রেকর্ড করেছেন। দলের সবচেয়ে অভিজ্ঞ স্ট্রাইকার এই তারকা দলটির সবচেয়ে বেশি গোলের মালিকও।

এই স্ট্রাইকার গ্রুপ পর্বে কানাডা ও মরক্কোর বিপক্ষে বেলজিয়ামের টুর্নামেন্টের প্রথম দুটি ম্যাচ মিস করবেন। গত আসরের ফাইনালিস্ট ক্রোয়েশিয়ার বিপক্ষে বেলজিয়ামের গ্রুপ পর্বের শেষ ম্যাচে তাকে মাঠে পাওয়ার আশা করছে দলটি।

অবশ্য লুকাকুকে বেলজিয়াম স্কোয়াড থেকে বাদ দেওয়া নিয়ে আলোচনা হয়েছিল। কিন্তু অভিজ্ঞ কোচ মার্টিনেজের কাছে মনে হয়েছে তার মতো অভিজ্ঞ খেলোয়াড়কে বাদ দেওয়া দলের ঝুঁকির কারণ হয়ে দাঁড়াবে।

আগামী বুধবার আল রাইয়ান স্টেডিয়ামে কানাডার মুখোমুখি হবে বেলজিয়াম। এই ম্যাচের মাধ্যমে বিশ্বকাপ মিশন শুরু করবে র‍্যাঙ্কিংয়ের দুই নম্বর দলটি।

Link copied!