• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬

বাংলাদেশের বিপক্ষে আক্রমণাত্মক খেলার হুমকি লিভিংস্টোনের


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ৮, ২০২৩, ০৮:৪৪ পিএম
বাংলাদেশের বিপক্ষে আক্রমণাত্মক খেলার হুমকি লিভিংস্টোনের
লিয়াম লিভিংস্টোন । ফাইল ছবি

চলতি বিশ্বকাপে শুরুর যাত্রাটা সুখকর হয়নি ইংল্যান্ডের। নিজেদের প্রথম ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ড বিধ্বস্ত হয়েছে নিউজিল্যান্ডের কাছে। কিউইদের কাছে এমন পরাজয় যেন কোনোভাবেই মেনে নিতে পারছেন না ইংল্যান্ডের অলরাউন্ডার লিয়াম লিভিংস্টোন। বাংলাদেশের বিপক্ষে মাঠে নামার আগে টাইগারদের রীতিমতো হুমকি দিয়ে রেখেছেন ইংলিশ এই অলরাউন্ডার।

লিভিংস্টোন মনে করেন, বর্তমান ইংল্যান্ড দল কোনো ম্যাচ হারলে পরবর্তী ম্যাচে আরও আক্রমণাত্মক হয়ে উঠে। বাংলাদেশের বিপক্ষেও আক্রমণাত্মক খেলার হুমকি দিয়ে রেখেছেন তিনি।

লিভিংস্টোন বলেন,  “একটা ম্যাচ দিয়ে একটা টুর্নামেন্ট বিবেচনা করা যাবে না। আমরা যখন কোনো ম্যাচ হেরে যাই তখন পরের ম্যাচে আরও বেশি আক্রমণাত্মক হয়ে যাই। মঙ্গলবার (বাংলাদেশ ম্যাচ) ম্যাচেও আমাদের এমন কিছু করার সুযোগ আছে।”

বাংলাদেশ-ইংল্যান্ড ম্যাচটি অনুষ্ঠিত হবে ধর্মশালায়। ইংল্যান্ডের কাছে এই কন্ডিশন বেশ পরিচিত। লিভিংস্টোন মনে করেন, ধর্মশালার কন্ডিশন ইংল্যান্ডের সঙ্গে মিল আছে।

তিনি বলেন, “এটা অসাধারণ একটি মাঠ। দিনটা ভালো গেলে এটা ব্যাটিং করার জন্য দারুণ জায়গা। এখানকার কন্ডিশন আমাদের সঙ্গে ভালো স্যুট করে। সেখানে বাউন্ডারি এতটা বড় নয়। সেই সঙ্গে আমাদের যে শক্তি আছে তাতে এটা আমাদের জন্য আরো ভালো হবে। অতীতে যা হয়েছে সেটি ভুলে আমরা ঘুরে দাঁড়াতে চাই।”

ইন্ডিয়ান ফ্র্যাঞ্চাইজি লিগ আইপিএলের কল্যাণে ধর্মশালায় খেলার অভিজ্ঞতা আছে লিভিংস্টোন, স্যাম কারান ও জস বাটলারের। সবশেষ আসরেই এ মাঠে দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে পাঞ্জাব কিংসের হয়ে ৪৮ বলে ৯৪ রানের এক ঝড়ো ইনিংস খেলেছিলেন লিভিংস্টোন। ফরম্যাট ভিন্ন হলেও সে ইনিংসের পুনরাভিত্তি বাংলাদেশের বিপক্ষে করতে চান বলে জানিয়েছেন তিনি।

লিভিংস্টোন বলেন, “আমি, স্যামি (স্যাম কারান) এবং জস (বাটলার) সবাই এখানে খেলেছি। যা হয়তো আমাদের সহায়তা করবে। সেখানে আমার ভালো স্মৃতি আছে এবং আশা করি আমি সেটার পুনরাবৃত্তি করতে পারব।”

 ইংলিশদের বিপক্ষে বাংলাদেশের ম্যাচ আগামী ১০ অক্টোবর। দুই দলের সবশেষ দেখা বিশ্বকাপেরই প্রস্তুতি ম্যাচে। সেই ম্যাচে অবশ্য হেরে যায় বাংলাদেশ। তবে ধর্মশালায় নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানকে অনেকটা উড়িয়েই দিয়েছে টাইগাররা। দ্বিতীয় ম্যাচেও সেই ধারা নিশ্চিতভাবেই বজায় রাখতে চাইবেন সাকিব আল হাসানরা।

Link copied!