ইনজুরির কারণে বিশ্বকাপ শেষ হয়ে যাওয়ায় দেশে ফিরেছেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। মঙ্গলবার (৭ নভেম্বর) সন্ধ্যার ফ্লাইটে ভারত থেকে ঢাকায় এসেছেন তিনি। শুধু সাকিব নয়, তার সঙ্গে ওপেনার লিটন দাস দেশে এসেছেন।
এদিকে, আগামী ১১ নভেম্বর পুনেতে বিশ্বকাপে নিজেদের শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ। কিন্তু সেই ম্যাচের আগেই বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন সাকিব। সবশেষ ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে আঙুলের ইনজুরিতে পড়েন এই বিশ্বসেরা অলরাউন্ডার। এজন্য তিনি বাংলাদেশে ফিরে এসেছেন। আর দেশেই পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে সুস্থ হয়ে ওঠার লড়াই চালাবেন সাকিব। এরই মধ্যে বাংলাদেশ অধিনায়কের বদলি হিসেবে বিশ্বকাপ স্কোয়াডে ডাক পেয়েছেন এনামুল হক বিজয়।
এদিকে পারিবারিক কারণে বিশ্বকাপের মাঝ পথে দ্বিতীয়বারের মতো দেশে ফিরে এসেছেন লিটন। জানা গেছে, লিটনের স্ত্রী দেবশ্রী সঞ্চিতা সন্তানসম্ভবা।
দলের সূত্র জানিয়েছে, ৯ নভেম্বর পুনেতে দলের সঙ্গে আবারও যোগ দেবেন লিটন।
এর আগে শ্রীলঙ্কা ম্যাচের আগেও দেশে ফিরেছিলেন লিটন। ১ নভেম্বর দুপুর ১২টা নাগাদ কলকাতা থেকে বাংলাদেশের বিমানের ফ্লাইট ধরেছিলেন লিটন।