আয়ারল্যান্ডের বিপক্ষে জয়ের জন্য বাংলাদেশের দরকার ১৩৭ রান। হেসে-খেলেই জেতার কথা বাংলাদেশের। সেই লক্ষ্যেই ওপেনিংয়ে নেমেছিল বাংলাদেশ। তবে লিটন দাসের আউট হতাশ করে স্বয়ং ক্রিকেটারকেও।
ইনিংসের পঞ্চম ওভারে বল করতে আসেন মার্ক অ্যাডায়ার। ওভারের শেষ বলটা ঠিকঠাক সামলাতে পারলেন না লিটন। বাউন্সার বলে পুল করতে চেয়েছিলেন এই উইকেটরক্ষক। কিন্তু বলটা ব্যাটে লাগেনি।
বল প্রথমে লাগে হেলমেটে। সেখান থেকে হাতে লেগে দুর্ভাগ্যজনকভাবে ব্যাটে লেগে আঘাত করে স্টাম্পে। উইকেট হারান লিটন।
১৯ বলে ব্যক্তিগত ২৩ রানে ফেরেন লিটন। তবে আউট হওয়ার পর বেশ কিছু সময় দাঁড়িয়ে ছিলেন ক্রিজে। এমন অদ্ভুত আউট কোনোভাবেই মানতে পারছিলেন না তিনিও।