• ঢাকা
  • শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

আমিরাতকে হারিয়ে সিরিজ জিতল কিউইরা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ২১, ২০২৩, ১২:০০ পিএম
আমিরাতকে হারিয়ে সিরিজ জিতল কিউইরা
ছবি: সংগৃহীত

সিরিজের তৃতীয় ম্যাচে আর কোনো অঘটন ঘটতে দেয়নি নিউজিল্যান্ড। সংযুক্তর আরব আমিরাতকে ৩২ রানে হারিয়ে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজটি নিজেদের করে নিয়েছে টিম সাউদির দল।রোববার দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে ১৬৬ রান করে নিউজিল্যান্ড। জবাবে ৭ উইকেটে ১৩৪ রান তুলতে পারে আরব আমিরাত।

এর আগে সিরিজের দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ড বিপক্ষে ঐতিহাসিক জয় তুলে নিয়েছিল আরব আমিরাত।

এদিন টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নামে কিউইরা। নিউজিল্যান্ডের দুই ওপেনার চাঁদ বোয়েস ও টিম সেফার্ট দলীয় ৩৫ রানের মধ্যে বিদায় নেন। ব্লাক ক্যাপসদের তৃতীয় উইকেট জুটিতে আসে ৮৪ রান। এই জুটি গড়েন উইল ইয়াং ও মার্ক চ্যাপম্যান। তারা দুই জনই হাফ সেঞ্চুরির রানের দেখা পান। ইয়াং ৫৬ রান ও চ্যাপম্যান করেন ৫১ রান। শেষ দিকে মিচেল স্যান্টনারের ১১ বলে অপরাজিত ২০* রানের সুবাদে নিউজিল্যান্ড ৫ উইকেটে ১৬৬ রান করে। স্বাগতিকদের হয়ে জুনায়েদ সিদ্দিক নেন ৩ উইকেট।

জবাবে ব্যাট করতে নেমে আমিরাতের ব্যাটাররা কেউ তেমন সুবিধা করতে পারেননি। তারা স্কোর বোর্ডে ৫৩ রান তুলতেই ৫ উইকেট হারিয়ে ফেলে। মধ্যপ্রাচের দেশটির হয়ে আয়ান আফজাল খানের ব্যাট থেকে আসে সর্বোচ্চ ৪২ রান। আরিয়ানশ শর্মার ব্যাট থেকে আসে ১৬ রান। এ ছাড়া বিশাল হামিদের অপরাজিত ২৪* রান শুধু হারের ব্যবধানই কমিয়েছে। শেষ পর্যন্ত স্বগাতিকরা ২০ ওভারে ৭ উইকেটে ১৩৪ রান তোলে। এতেই ৩২ রানের জয়ে সিজির জেতে নেয় নিউজিল্যান্ড। সফরকারীদের হয়ে ৩ উইকেট শিকার করেন বেন লিস্টার।

খেলা বিভাগের আরো খবর

Link copied!