• ঢাকা
  • সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫

আয়ারল্যান্ড সিরিজ : চোখ থাকবে আইসিসি টিভিতে


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মে ৯, ২০২৩, ০৯:২৬ এএম
আয়ারল্যান্ড সিরিজ : চোখ থাকবে আইসিসি টিভিতে

বৃষ্টি বাধা না থাকলে মঙ্গলবার (৯ মে) বিকাল পৌনে ৪টায় ইংল্যান্ডের চেমসফোর্ডে আয়ারল্যান্ডের বিপক্ষে টিম টাইগারদের ওয়ানডে সিরিজ শুরু হচ্ছে। এ সিরিজের খেলা দেখা যাবে কোন চ্যানেলে, তা নিয়ে অনিশ্চয়তা ছিল। তবে তা দূর হয়েছে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নিশ্চিত করেছে, আয়ারল্যান্ড সিরিজের খেলা দেখা যাবে আইসিসি ডট টিভিতে। জয়প্রত্যাশী বাংলাদেশ ভক্তদের চোখ থাকবে সেদিকেই।  

আইসিসি টিভির ওয়েবসাইটমাফিক জানা যাচ্ছিল, বাংলাদেশ-আয়ারল্যান্ড সিরিজের তিনটি ম্যাচই সেখানে সম্প্রচার হবে। তবে এ ওয়েবসাইটের সম্প্রচার দেশ থেকে দেখা যাবে কি না, তা নিশ্চিত ছিল না। মঙ্গলবার তা নিশ্চিত হয়।

ক্রিকেট আয়ারল্যান্ডের কাছ থেকে বাংলাদেশ-আয়ারল্যান্ড সিরিজের ম্যাচগুলো বাংলাদেশে দেখানোর স্বত্ব আগেই কিনে নেয় টোটাল স্পোর্টস ম্যানেজমেন্ট (টিএসএম)। কিন্তু দেশের কোনো চ্যানেলের কাছে খেলা দেখানোর স্বত্ব বিক্রি করতে পারেনি টিএসএম। এ জন্য কোনো দেশীয় টেলিভিশন চ্যানেলই এই সিরিজ প্রচার করবে না। 

Link copied!