টেস্ট ও ওয়ানডে সিরিজ শেষ, এবার পালা টেস্ট ক্রিকেটের। লাল বলের ক্রিকেট সবচেয়ে নবীন সদস্য আয়ারল্যান্ডের বিপক্ষে মঙ্গলবার (৪ এপ্রিল) মিরপুরে একমাত্র টেস্টে মাঠে নামবে বাংলাদেশ। অভিজ্ঞতায় পিছিয়ে থাকলেও আয়ারল্যান্ডকে ছোট করে দেখতে চায় না টাইগাররা।
ম্যাচের আগে সোমবার (৩ এপ্রিল) সংবাদ সম্মেলনে হাজির হয়েছিলেন বাংলাদেশি অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। তিনি বলে জয়ের জন্য বাংলাদেশকে সেরা ক্রিকেটটাই খেলতে হবে।
মিরাজ বলেন, “আয়ারল্যান্ডকে ছোট করে দেখার কিছু নেই। তাদের বিপক্ষে সেরা খেলাটাই খেলতে হবে।”
এর আগে গতকাল জাতীয় দলের অন্যতম নির্বাচক আব্দুর রাজ্জাক বলেছিলেন, আয়ারল্যান্ডকে বড় ব্যবধানে হারাতে চান। মিরাজে চাওয়ারও দাপুটে জয়, তবে আগে জয় নিশ্চিত করতে চান। তিনি বলেন, তিনি বলেন, “জয় তো জয়ই। সেটা এক রানের হোক বা ১০০ রানের।”
ঘরের মাঠে সাধারণত টাইগারদের একাদশে স্পিনারদের আধিপত্য থাকে। তবে সাম্প্রতিক সময়ে পেসারদের দাপুট পারফর্মেন্স পরিস্থিত বদলাতে বাধ্য করছে। মিরাজও জানালেন, আইরিশদের বিপক্ষেও একাদশে পেসারদের সংখ্যা বাড়তে পারে।
“উইকেট ম্যানেজমেন্ট যেমন দেখেছে তাতে পেসারদের সংখ্যা বাড়তে পারে” যোগ করেন মিরাজ।