কাতার বিশ্বকাপ

ভয়াবহ চোট পেয়ে মাঠ ছাড়লেন ইরান গোলরক্ষক


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ২১, ২০২২, ০৭:২৫ পিএম
ভয়াবহ চোট পেয়ে মাঠ ছাড়লেন ইরান গোলরক্ষক

বিশ্বকাপে প্রথম ম্যাচ খেলতে নেমে দুর্ভাগ্যের শিকার হলেন ইরান গোলরক্ষক বেইরানভ্যান্ড। ম্যাচের প্রথম ১৭মিনিটের মধ্যেই ভয়াবহ চোট পেয়ে মাঠ ছাড়তে হলো তাকে।

সোমবার (২১ নভেম্বর) ‘বি’ গ্রুপের ম্যাচে মুখোমুখি হয়েছিল ইরান ও ইংল্যান্ড। কিন্তু ম্যাচ বেশিদূর গড়ানোর আগেই এক নম্বর গোলরক্ষকে হারিয়ে বসে ইরান।

ম্যাচে অষ্টম মিনিটে ইংলিশ ফুটবলার ট্রিপারের মারা ফ্রি কিকক্লিয়ার করতে এসে নিজ দলের সতীর্থের সঙ্গে সংঘর্ষে মারাত্মকভাবে নাকে আঘাত পান ইরান গোলরক্ষক বেইরানব্যান্ড। দীর্ঘসময় ধরে চলে তার শুশ্রূষা। এতে করে খেলা বন্ধ ছিল প্রায় প্রায় সাত মিনিট।

এরপর আবার খেলা শুরু হলেও মাত্র এক মিনিটের ব্যবধানে নিজেকে উঠিয়ে নেওয়ার সংকেত দেন ইরান গোলরক্ষক। ফলে ম্যাচের প্রথম ১৭ মিনিটের মধ্যেই বাধ্য হয়ে গোলরক্ষক বদল করতে হয় তাকে।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ইরানের উপর আধিপাত্য দেখাচ্ছে ইংল্যান্ড। তবে ম্যাচের ফলার এখনও গোল শূন্য।

খেলা বিভাগের আরো খবর

Link copied!