• ঢাকা
  • মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১, ২০ শাওয়াল ১৪৪৫

আইপিএলের খেলোয়াড়রাই মোস্তাফিজ থেকে শিখবে: জালাল


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ১৭, ২০২৪, ০৪:১২ পিএম
আইপিএলের খেলোয়াড়রাই মোস্তাফিজ থেকে শিখবে: জালাল
মোস্তাফিজুর রহমান ও জালাল ইউনুস। ছবি : সংগৃহীত

জিম্বাবুয়ে দল চলতি মাসেই পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশে আসবে। সিরিজটির শুরু থেকেই খেলবেন মোস্তাফিজুর রহমান। আইপিএলে খেলতে বর্তমানে ভারতে রয়েছেন এই পেসার।

প্রথমে ৩০ এপ্রিল পর্যন্ত ছাড়পত্র ছিল মোস্তাফিজের, পরে আরও ১ দিন বাড়িয়েছে বিসিবি। সব ঠিক থাকলে আগামী ২ মে বাংলাদেশে পৌঁছানোর কথা রয়েছে মোস্তাফিজের।

মোস্তাফিজকে নিয়ে বুধবার বিসিবির ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান ও সাবেক তারকা পেসার জালাল ইউনুস গণমাধ্যমকে জানালেন, ‘মোস্তাফিজ ৩ মে থেকে অ্যাভেইলেবল। মোস্তাফিজকে আইপিএল খেলে শেখার কিছু নেই। মোস্তাফিজের শেখার প্রসেস ওভার। বরং ওর থেকে শিখতে পারে আইপিএলের অনেক খেলোয়াড়ই।’

জালাল আরও বলেন, ‘আমাদের চিন্তার বিষয় হলো মোস্তাফিজের ফিটনেস। তারা চাইবে তার থেকে ১০০% নেওয়ার জন্য। তার ফিটনেস নিয়ে তাদের মাথাব্যথা নেই, আমাদের আছে। আমরা মোস্তাফিজকে ফেরত আনার কারণ শুধু জিম্বাবুয়ে সিরিজকে খেলানো না, এখানে আনলে আমরা ওয়ার্কলোড দিয়েই ওকে প্ল্যান দেবো। কিন্তু আইপিএলে থাকলে সেই প্ল্যান হবে না।’

২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে আইপিএল খেলে দুই খেলোয়াড় ক্লান্ত হয়ে পড়েছিলেন বলে জানান জালাল। তিনি বলেন, ‘আমরা ঐ পরিস্থিতি তৈরি করতে চাই না। যাওয়ার আগে (টি-টোয়েন্টি বিশ্বকাপ) তাকে ফিজিক্যালি ফিট হতে হবে। ক্লান্ত হয়ে গেলে সে ডেলিভার করবে না। তাহলে আমার কী দরকার? আমার তাকে প্রয়োজন। আমি সতেজ মোস্তাফিজকে চাই, ক্লান্ত মোস্তাফিজ চাই না।’

Link copied!