• ঢাকা
  • মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০২৪, ২৬ ভাদ্র ১৪৩১, ৫ রবিউল আউয়াল ১৪৪৫
টি-টোয়েন্টি বিশ্বকাপ

আইপিএল বদলে দিয়েছে স্টয়নিসকে


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ২৬, ২০২২, ০৪:৪৩ পিএম
আইপিএল বদলে দিয়েছে স্টয়নিসকে

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভের ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে দুর্দান্ত এক ইনিংস উপহার দেন মার্কাস স্টয়নিস। তার ১৮ বলে ৫৯ রানের ঝড়ে লঙ্কানদের বিপক্ষে ৭ উইকেটের জয় পায় অস্ট্রেলিয়া। এমন তান্ডব চালানোর গতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) পেয়েছেন বলে জানান এই অজি ক্রিকেটার।

লঙ্কানদের বিপক্ষে তার দুর্দান্ত ইনিংসটি চার-ছয়ে সাজানো ছিল।  ইনিংসের কৃতিত্ব আইপিএলকে দিয়েছেন তিনি। স্টয়নিসের মতে,  আইপিএল তার ক্রিকেটীয় ক্যারিয়ার বদলে দিয়েছে।

নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচ হেরে যায় অস্ট্রেলিয়া। মঙ্গলবার (২৫ অক্টোবর) পার্থে সুপার টুয়েলভে নিজেদের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার দেয়া ১৫৮ রানের টার্গেটে নেমে একের পর এক উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়ে অজিরা। ম্যাচে চাপের মুখে ঝড় তোলেন স্টয়নিস। অসাধারণ ইনিংসে চারটি ৪ ও ছয়টি ছয়ে মাত্র ১৮ বলে ৫৯ রানের অপরাজিত ইনিংস খেলে দলকে জয় বন্দরে পৌঁছে দেন এই তারকা ব্যাটার।

স্টয়নিস বলেন, “আইপিএল আমার ক্রিকেট বদলে দিয়েছে এবং  আমাকে ভালো ক্রিকেটার হতে সাহায্য করেছে। এখানে সারা বিশ্বের কোচ এবং বিভিন্ন দেশের ক্রিকেটার রয়েছেন। আমি ভিন্ন সৌসুমে কয়েক দলের হয়ে খেলেছি। তাই বুঝি কীভাবে স্পিন খেলার কৌশল রপ্ত করতে হয়।"

 

Link copied!