মিরপুর টেস্টে জয় দেখতে শুরু করেছে বাংলাদেশ। মেহেদী হাসান মিরাজের ঘূর্ণিতে ছত্রখান ভারতের শক্তিশালী ব্যাটিং লাইনআপ। এরই মধ্যে ৭ উইকেট হারিয়ে ধুঁকছে লোকেশ রাহুলের দল। অন্যদিকে জয় থেকে মাত্র ৩ উইকেট দূরে দাঁড়িয়ে সাকিব আল হাসানরা।
এদিন দিনের শুরুতেই জয়দেব উনাদকাটকে এলবিডাব্লুর ফাঁদে ফেলে ভারতীয় শিবিরে আঘাত হাসেন সাকিব। এরপর ভারতীয় ব্যাটারের ছত্রখান করার দায়িত্ব নেন আগের বিকেলে ৩ উইকেট তোলা মিরাজ, ফেরান অক্ষর প্যাটেল ও ঋশভ পান্তকে।
মিরাজের ঘূর্ণির রহস্য বুঝতে না পারা পান্ত এলবিডাব্লুর ফাঁদে পড়ে ব্যক্তিগত ৯ রানে সাজঘরে ফেরেন। তবে একপ্রান্তে ধরে খেলছিলেন অক্ষর প্যাটেল। কিন্তু মিরাজের ঘূর্ণি ধৈর্যচ্যুতি ঘটনায় তারাও। ব্যক্তিগত ৩৪ রানে মিরাজের বলে বোল্ড হয়ে মাঠ ছাড়েন তিনিও।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত ভারতের সংগ্রহ ৭ উইকেটে ৭৫ রান। অপরাজিত আছের শ্রেয়াস আইয়ার (৩*) ও রবিচন্দ্রন অশ্বিন (০*)।
দিনের শুরুতেই উনাদকাটকে ফেরালেন সাকিব
জমে উঠেছে মিরপুর টেস্ট। বাংলাদেশের দেওয়ারে ১৪৫ রানের লক্ষ্যে ব্যাট করেতে নেমে শনিবার ৩৭ রানে ৪ উইকেট হারিয়ে দিনর শেষ করেছিল ভারত। দুই নাইটওয়াচ ম্যান জয়দেব উনাদকাট ও অক্ষর প্যাটেল অপরাজিত থেকে দিন শেষ করেন। তবে চতুর্থ দিন শুরুতেই উনাদকাটকে ফিরিয়ে টাইগার শিবিরের শুভ সূচনা করেন সাকিব আল হাসান।
দলীয় ৪৫ রানে ৪৪ উইকেট হারিয়ে তৃতীয় দিন শেষ করে ভারত। চতুর্থদিন শুরুতেই মারমুখী হওয়ার চেষ্টা করেন উনাদকাট। দিনের প্রথম ওভারেই মেহেদী হাসান মিরাজকে মিড উইকেটের ওপর দিয়ে ছক্কা হাঁকান উনাদকাট।
তবে তাকে বেশিদূর এগোতে দেননি সাকিব। পরের ওভারে বল করতে এসে উনাদকাটকে এলবিডাব্লুর ফাঁদে ফেলেন বাংলাদেশের অধিনায়ক।
এর আগে শুভমান গিল (৭), চেতেশ্বর পুজারা (৬) ও বিরাট কোহলিকে (১) আউট করে বাংলাদেশের জয়ের স্বপ্ন বড় করেন মিরাজ। ভারত অধিনায়ক লোকেশ রাহুলের (২) উইকেট নেন সাকিব।