• ঢাকা
  • মঙ্গলবার, ০৩ ডিসেম্বর, ২০২৪, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ১ জমাদিউস সানি ১৪৪৬

স্বাগতিক দ. আফ্রিকাকে হারিয়ে এগিয়ে গেল ভারত


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ৯, ২০২৪, ০২:৫৪ এএম
স্বাগতিক দ. আফ্রিকাকে হারিয়ে এগিয়ে গেল ভারত
দক্ষিণ আফ্রিকার উইকেট লাভ করে উল্লাস ভারতীয় ফিল্ডারদের। ছবি: সংগৃহীত

সান্জু স্যামসনের দারুণ এক সেঞ্চুরিতে দক্ষিণ আফ্রিকাকে ৬১ রানে হারিয়ে চার ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে এগিয়ে গেল সফরকারী ভারত। ডারবানে শুক্রবার রাতের ম্যাচে টসে হেরে ব্যাট করতে নেমে বর্তমান বিশ্বকাপ চ্যাম্পিয়ন ভারত ২০ ওভারে ৮ উইকেটে ২০২ রান করে। জবাবে ১৭.৫ ওভারে ১৪১ রানে অলআউট হয়ে যায় স্বাগতিকরা। 

দক্ষিণ আফ্রিকার ক্লাসেন ২৫, কোয়েটজে ২৩ ও রিকেলটন ২১ রান করেন। 

ভারতের রবি বিষ্ণুই ও বরুণ চক্রবর্তী ৩টি করে এবং আবেশ খান ২টি ও অর্শদীপ ১টি উইকেট লাভ করেন। 

ভারতের ইনিংসে ম্যাচসেরা স্যামসন মাত্র ৫০ বলে ১০টি ছক্কা ও ৭টি চারে ১০৭ রান করেন। তিলক ভার্মা ১৮ বলে ৩টি চার ও ২টি ছক্কায় ৩৩ রান করেন। অধিনায়ক সূর্যকুমার যাদব ২১, রিঙ্কু সিং ১১, অভিষেক শর্মা ৭, অক্ষর প্যাটেল ৭ রান করেন। 

প্রোটিয়া দলের কোটজি ৩৭ রানে ৩টি উইকেট লাভ করেন। জানসেন, মাহারাজ, এনকাবায়মজি ও ক্রুগার ১টি করে উইকেট পান। 

আগামী রোববার দ্বিতীয়, বুধবার তৃতীয় ও শুক্রবার চতুর্থ ম্যাচ অনুষ্ঠিত হবে।

Link copied!