• ঢাকা
  • মঙ্গলবার, ০৮ অক্টোবর, ২০২৪, ২৩ আশ্বিন ১৪৩১, ৫ রবিউস সানি ১৪৪৬
কাতার বিশ্বকাপ

রাগী মেসি ম্যারাডোনার প্রতিচ্ছবি


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ১৩, ২০২২, ০৬:১০ পিএম
রাগী মেসি ম্যারাডোনার প্রতিচ্ছবি

আর্জেন্টিনার তারকা লিওনেল মেসির ক্লাব পর্যায়ে প্রায় প্রতিটি বড় অর্জন আছে। কিন্তু আন্তর্জাতিক মঞ্চে বিশ্বব্যাপী মুকুট দখল করার ক্ষেত্রে তিনি তার স্বদেশী ম্যারাডোনার কৃতিত্বে ভাগ বসাতে পারেননি।

সাত বারের ব্যালন ডি‍‍`অর বিজয়ী কাতারে এবার শিরোপার আশায় আছেন। নেদারল্যান্ডসের বিপক্ষে কোয়ার্টার ফাইনাল জয়ের সময় মেসি যে মেজাজ দেখিয়েছেন, তাতে প্রয়াত কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনার ছাপ দেখছেন আর্জেন্টিনার জাতীয় দলে খেলা পাবলো জাবালেতা।

আর্জেন্টিনার সাবেক জাতীয় দলের তারকা বলেন, “আমি শেষের দিকে মেসির প্রতিক্রিয়া পছন্দ করেছি। তার উদযাপন এবং সে ভ্যান গালকে যা কিছু বলেছিল, এর মাঝে আমি উগ্রতা দেখি না। আমরা রাগী মেসিকে দেখতে পছন্দ করি। তার এই আচরণ আমাকে ডিয়েগো ম্যারাডোনার কথা মনে করিয়ে দিয়েছে । এটা সেই ধরণের চরিত্র। আপনি যখন বিশ্বকাপ জেতার জন্য মরিয়া তখন এটি খারাপ কিছু নয়।"

তিনি আরও বলেন, “মেসি তরুণ খেলোয়াড় দিয়ে পূর্ণ এই স্কোয়াডের নেতৃত্ব দিচ্ছেন। তারা এই টুর্নামেন্টে তাদের প্রথম বিশ্বকাপ খেলার অভিজ্ঞতা অর্জন করছে। আমি প্রতিটি ক্ষেত্রে দেখি মেসি টানেলে আসে, সবাই পেছনে। তারা যেন মেসির দেহরক্ষী। এমনকি মাঠেও দেখেছি, মনে হচ্ছে তারা সবাই মেসির জন্য লড়াই করছে এবং তাকে রক্ষা করছে।"

Link copied!