• ঢাকা
  • বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০২৪, ২৫ আশ্বিন ১৪৩১, ৬ রবিউস সানি ১৪৪৬
কাতার বিশ্বকাপ

‍‍`আমি প্রস্তুত, ভামোস আর্জেন্টিনা‍‍`


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ১৭, ২০২২, ০৯:০৩ পিএম
‍‍`আমি প্রস্তুত, ভামোস আর্জেন্টিনা‍‍`
ছবি: গেটি ইমেজস

ফ্রান্সের বিপক্ষে ক্যারিয়ারের দ্বিতীয় বিশ্বকাপ খেলতে নামবে আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি। ২০১৪ বিশ্বকাপেও ফাইনালে উঠেছিলেন তবে জার্মানির কাছে হেরে সেবার স্বপ্ন পূরণ হয়নি। এবার ফ্রান্সকে হারিয়ে অধরা বিশ্বকাপ জিততে মরিয়া হয়ে উঠেছেন মেসি।

ফাইনালের আগে চোট নিয়ে গুঞ্জন থাকলেও মেসির ফাইনাল খেলা নিয়ে কোনো শঙ্কা নেই বলে জানিয়েছে একাধিক আর্জেন্টাইন গণমাধ্যম। ফরাসিদের  বিপক্ষে শিরোপা লড়াইয়ে নামার আগে ছোট একটি বার্তা দিয়েছেন মেসি।

ইনস্টাগ্রামে নিজের একটি ছবি পোস্ট করে ক্যাপশনে প্রস্তুর কথা জানিয়েছেন মেসি। আর্জেন্টিনা অধিনায়ক বলেন, “আমি প্রস্তুত। ভামোস, আর্জেন্টিনা।”

চলতি বিশ্বকাপে দুর্দান্ত ফর্মে রয়েছেন মেসি। ছয় ম্যাচে ইতিমধ্যে তার নামে পাশে যোগ হয়েছে পাঁচ গোল। তিনটি গোলের সরাসরি সহায়তাও করেছেন। এছাড়া চার ম্যাচে জিতেছেন ম্যাচ সেরার পুরষ্কার।

সবমিলিয়ে স্বপ্নের বিশ্বকাপ কাটাচ্ছেন ফুটবল যাদুকর। ফাইনালের আগে পুরো বিশ্ব থেকে শুভকামনা পাচ্ছেন। সবাই মেসির হাতে বিশ্বকাপ দেখতে চায়। মেসিও চান যে কোনো মূল্যে অধরা বিশ্বকাপ জিততে।

Link copied!