• ঢাকা
  • মঙ্গলবার, ০৮ অক্টোবর, ২০২৪, ২৩ আশ্বিন ১৪৩১, ৫ রবিউস সানি ১৪৪৬

সাইবার ক্রাইমের শিকার আইসিসি


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ২১, ২০২৩, ১০:৪২ এএম
সাইবার ক্রাইমের শিকার আইসিসি

একটি রিপোর্ট অনুসারে, সাইবার অপরাধের শিকার হয়েছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। সংস্থাটির প্রায় ২.৫ মিলিয়ন মার্কিন ডলার হারিয়েছে বলে অভিযোগ রয়েছে।

 ক্রিকেট বিষয়ক সংবাদ মাধ্যম ইএসপিএন ক্রিকইনফো দাবি করেছে, যুক্তরাষ্ট্রের একটি প্রতারক চক্র ২০২২ সালে সংস্থাটির ২.৫ মিলিয়ন ডলারের মতো চুরি করে নিয়েছে।

অনলাইন প্রতারণা করেছে বিজনেস ই-মেইল কম্প্রোমাইজ (বিইসি)। এটি ই-মেইল অ্যাকাউন্ট কম্প্রোমাইস নামেও পরিচিত। ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই) বিষয়টিকে সবচেয়ে বড় অনলাইন আর্থিক প্রতারণা বলেও উল্লেখ করেছে।

অপরাধ নিয়ে তদন্ত চলছে। আইসিসি এই ইস্যুতে মন্তব্য করছে না। তারা কেবল ঘটনাটি মার্কিন যুক্তরাষ্ট্রের আইন প্রয়োগকারী সংস্থাকে জানিয়েছে৷ এই আর্থিক কেলেঙ্কারি কীভাবে হয়েছিল তা এখনও জানা যায়নি। তবে মার্কিন আইন প্রণয়নকারী সংস্থা এটার সাথে জড়িত বলে মনে করা হচ্ছে।

এটা এখনও জানা যায়নি যে, প্রতারকরা আইসিসি অ্যাকাউন্ট থেকে অর্থ স্থানান্তর করার জন্য ঠিক কোন পথটি নিয়েছিল। তারা দুবাইয়ের হেড অফিসে কারও সাথে সরাসরি যোগাযোগ করেছিল কী না বা আইসিসির কাউকে লক্ষ্য করেছিল কী না-খতিয়ে দেখা হচ্ছে।

Link copied!