• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৩ জুলাই, ২০২৫, ১৯ আষাঢ় ১৪৩২, ০৭ মুহররম ১৪৪৬

‘বিশ্বকাপ ও নেশন্স লিগের পর এবার ইউরো জিততে চাই’


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুন ১৩, ২০২৪, ০১:৫৯ পিএম
‘বিশ্বকাপ ও নেশন্স লিগের পর এবার ইউরো জিততে চাই’
কিলিয়ান এমবাপে। ছবি: সংগৃহীত

বিশ্বের বর্তমান সময়ের অন্যতম সেরা ফুটবলার ধরা হয় তাকে। নিজের আন্তর্জাতিক ট্রফি ক্যাবিনেটে বিশ্বকাপ, নেশন্স লিগই সবই রয়েছে। তবে নেই ইউরো চ্যাম্পিয়নশিপের ট্রফি। এবার সেটি জয় করতে চান সদ্যই স্পেনের রিয়াল মাদ্রিদে যোগ দেওয়া ফ্রান্সের কিলিয়ান এমবাপে।

ক্লাব ফুটবলেও চ্যাম্পিয়ন্স ট্রফির মতো সম্মানজনক ট্রফি জেতা হয়নি এমবাপের। সে লক্ষ্যে রিয়াল মাদ্রিদে নাম লেখান তিনি। সিএনএনের আমান্ডা ডেভিসের কাছে দেওয়া এক সাক্ষাৎকারে এমবাপে বলেন, ‘আমি ইউরোটা জিততে চাই। সত্যিকার অর্থেই আমি জিততে চাই।’

চতুর্থবারের মতো ফ্রান্সের হয়ে বড় টুর্নামেন্টে খেলতে নামছেন এমবাপে। তিনি বলেন, ‘আমি বিশ্বকাপ জিতেছি, নেশন্স লিগও জিতেছি। আমার ট্রফি ঝুলিতে ইউরোটাই কেবল নেই। আমি এর আগেরবারও চেষ্টা করেছিলাম। আমি সত্যিকার অর্থেই জিততে চাই।’

তিনি আরও বলেন, ‘অধিনায়ক হিসেবে এটিই আমার প্রথম বড় টুর্নামেন্ট। এটি আমার কাছে তাই গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট এবং দেশের জন্যও। দেশের হয়ে ইতিহাস গড়ার আরেকটি সুযোগ আমার সামনে।’

Link copied!