• ঢাকা
  • বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬

হায়দরাবাদের প্রধান কোচ হলেন ভেট্টরি


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ৭, ২০২৩, ০৭:৩৩ পিএম
হায়দরাবাদের প্রধান কোচ হলেন ভেট্টরি
ফাইল ছবি

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দল সানরাইজার্স হায়দরাবাদের প্রধান কোচের দায়িত্ব পেলেন সাবেক নিউজিল্যান্ড ক্রিকেটার ড্যানিয়েল ভেট্টরি। দলটির গত আইপিএলের দায়িত্বে ছিলেন ব্রায়ান লারা। হায়দরাবাদের প্রধান কোচ হিসেবে লারা দলটির সঙ্গে কাজে করেছেন মাত্র একবছর। তার অধীনে  ১৪ ম্যাচে ৪ জয় পেয়েছিলো সানরাইজার্স । লিগ শেষ করছে পয়েন্ট টেবিলের তলানিতে থেকে। তাই লারার সঙ্গে নতুন করে আর চুক্তি নবায়ন করেনি ওরেঞ্জ আর্মিরা।

সর্বশেষ ৬ বছরের ভিতর চতুর্থ বারের মতো কোচ বদল করলো সানরাইজার্স হায়দরাবাদ। এই ৬ বছরে তাদের কোচ হয়েছেন টম মুডি, ট্রেভর বেইলিস, ব্রায়ান লারা এবং সর্বশেষ ড্যানিয়েল ভেট্টরি। এই সাবেক কিউই আলরাউন্ডারের হাত ধরে দিন বদলাতে চাই হায়দরাবাদ। তারা ২০১৬ সালের পর থেকে আর ফাইনাল খেলতে পারেনি।

তবে সাবেক কিউই স্পিনারের এর আগেও আইপিএলে কোচিং করানোর অভিঙ্গতা রয়েছে। ২০১৪ থেকে ২০১৮ সাল পর্যন্ত রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর হেড কোচের দায়িত্ব  পালন করেছেন তিনি। সর্বশেষ অস্ট্রেলিয়া দলের সহকারী কোচ হিসেবে কাজ করেছেন। এর আগে বাংলাদেশ দলের স্পিন বোলিং কোচের দায়িত্বও সামলেছেন।

Link copied!