• ঢাকা
  • মঙ্গলবার, ০৮ অক্টোবর, ২০২৪, ২৩ আশ্বিন ১৪৩১, ৫ রবিউস সানি ১৪৪৬
বিপিএল

‘সে ফিট, রেডি টু গো’


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: জানুয়ারি ৩, ২০২৩, ০২:৫২ পিএম
‘সে ফিট, রেডি টু গো’
ফাইল ছবি

ইনজুরিতে ভারতের বিপক্ষে টেস্ট ও ওয়ানডে সিরিজ খেলতে পারেননি তামিম ইকবাল। তবে ইনজুরি থেকে ইতিমধ্যে সেরে উঠেছেন তিনি। আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নবম আসরে শুরু থেকেই পাওয়া যাবে এই ওপেনারকে।

এবারের বিপিএলে খুলনা টাইগার্সের হয়ে খেলবেন তামিম। দলের সাথে মিরপুরের একাডেমি মাঠে ইতিমধ্যে অনুশীলনও করেছেন তিনি। এ সময়ে কিছুক্ষণ  ব্যাটিংও করতে দেখা গেছে তাকে।

তৃতীয় দিনের অনুশীলন শেষে তামিমের ইনজুরির বিষয়ে জানিয়েছেন খুলনা টাইগার্সের হেড কোচ খালেদ মাহমুদ সুজন। তামিম প্রথম ম্যাচ থেকে খেলবেন বলে জানান তিনি।

সুজন বলেন, “ইনশাআল্লাহ তামিম ইজ রিকভার ভেরি ওয়েল। নেটেও  ভালো  ব্যাটিং করেছে গত দুইদিন। আমি বলেছি একটু স্লো যেতে যেহেতু আমাদের খেলা ৭ তারিখে আজ মাত্র ৩ তারিখ। আগামীকাল একটা প্রাকটিস ম্যাচ খেলব। হয়তো কিছুক্ষণ ব্যাটিং করবে সেখানে। সে ফিট, রেডি টু গো।”

বিপিএলে খুলনার প্রথম ম্যাচ চলতি বছরের ৭ জানুয়ারি। তবে তার আগে এখন পর্যন্ত কোনো বিদেশী খেলোয়াড় যোগ দেননি খুলনা শিবিরে। সুজন জানালেন, এখন পর্যন্ত বিদেশী খেলোয়াড়রা এভেইলএভেল না। তবে আজ একজনের আসার কথা রয়েছে।

“বিদেশি খেলোয়াড় এখনো এভেইলএভেল না। আজকে একজন ক্রিকেটার আসবে, পল ম্যাক্রেন। আর বাকিরা হয়তোবা কালকে কিছু খেলোয়াড় আসতে পারে, পরশুও আসতে পারে” যোগ করেন সুজন।

আসন্ন বিপিএলে খুলনার জার্সিতে আভিস্কা ফার্নান্ডো (শ্রীলঙ্কা), ওয়াহাব রিয়াজ (পাকিস্তান), নাসিম শাহ (পাকিস্তান), আজম খানের (পাকিস্তান) মতো ক্রিকেটারদের খেলার কথা রয়েছে।

Link copied!