• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬

দ্বিতীয় ওয়ানডেতে দলে ডাক পেয়েছেন হাসান মাহমুদ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ২২, ২০২৩, ০৯:২১ পিএম
দ্বিতীয় ওয়ানডেতে দলে ডাক পেয়েছেন হাসান মাহমুদ
দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশ দলে অন্তর্ভুক্ত হলেন হাসান মাহমুদ।

বিশ্বকাপকে মাথায় রেখে আর সেরা টিম কম্বিনেশন তৈরি করতে নিউজিল্যান্ডের বিপক্ষে বেশকিছু কি-প্লেয়ারকে বিশ্রামে রেখেছিল বিসিবি। যেখানে আছেন সাকিব আল হাসান-মুশফিকুর রহিম-মেহেদী হাসান মিরাজ। সঙ্গে দলের তিন পেসার তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও হাসান মাহমুদকে রাখা হয়েছিল বিশ্রামে। তবে, কিউইদের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে টাইগার শিবিরে অন্তর্ভুক্ত করা হয়েছে হাসান মাহমুদকে। শুক্রবার(২২ সেপ্টেম্বর) বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি এক বিবৃতিতে জানান বিষয়টি।

সফরকারী নিউজিল্যান্ডের বিপক্ষে গতকাল (বৃহস্পতিবার) প্রথম ওয়ানডে খেলেছে টাইগাররা। যদিও বৃষ্টির কারণে ম্যাচটিতে কোনো ফল আসেনি। খেলা পরিত্যক্ত হওয়ার আগপর্যন্ত ৩৩.৪ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৩৬ রান তুলেছিল নিউজিল্যান্ড।

নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচের একাদশে রাখা হয়েছিল মোস্তাফিজুর রহমান ও তানজিম হাসান সাকিবকে। স্কোয়াডে রাখা হয়েছিল সৈয়দ খালেদ আহমেদকেও। ওই ম্যাচে ৩২ ওভার ৪ বল খেলা হয়, এরপর বৃষ্টিতে পরিত্যক্ত হয়ে যায় ম্যাচ।

৭ ওভারে ১ মেডেনসহ ২৭ রান দিয়ে দুই উইকেট নেন মোস্তাফিজ। ৫ ওভার ৪ বল করে ২৫ রান দিয়ে উইকেটশূন্য ছিলেন তানজিম সাকিব। এবার নেওয়া হলো হাসানকে। আগামীকাল (শনিবার) দুপুর ২টায় মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে মুখোমুখি হবে বাংলাদেশ-নিউজিল্যান্ড।

দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশ স্কোয়াড :

লিটন দাস (অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, এনামুল হক বিজয়, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, কাজী নুরুল হাসান সোহান, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, তানজিদ হাসান তামিম, জাকির হাসান, রিশাদ হোসেন, সৈয়দ খালেদ আহমেদ ও হাসান মাহমুদ।

Link copied!