• ঢাকা
  • মঙ্গলবার, ০৪ নভেম্বর, ২০২৫, ১৯ কার্তিক ১৪৩২, ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৭

বাগদান সারলেন হাসান মাহমুদ


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: জুন ৮, ২০২৩, ০৫:৪৮ পিএম
বাগদান সারলেন হাসান মাহমুদ

কাউকে কিছু না জানিয়েই বাগদান সারলেন বাংলাদেশের ফাস্ট বোলার হাসান মাহমুদ। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন হাসানের বাবা  নিজেই।

বৃহস্পতিবার (৮ জুন) ছেলের অনুশীলন দেখতে মিরপুরে এসেছিলেন হাসান মাহমুদের বাবা। পরবর্তীতে তিনিই নিশ্চিত করেন, বুধবার (৭ জুন) অনুষ্ঠিত হয়েছে হাসানের বাগদান।

এ সময় ছেলের বিয়ে নিয়ে তার বড় ইচ্ছের কথাও শুনিয়েছেন তিনি। আসন্ন ওয়ানডে বিশ্বকাপের আগেই ছোট পরিসরে বিয়ে করবেন হাসান মাহমুদ। তখন জাতীয় দলের ক্রিকেটারদের আমন্ত্রণ জানানো হবে জানান হাসান মাহমুদের বাবা।

হাসান মাহমুদের বয়স মাত্র ২৩, কিন্তু চরম চাপের মুহূর্তেই শান্ত থাকার গুণের জন্য এরই মধ্যে সুনাম কুড়িয়েছেন এই পেসার। সংসার জীবনও শুরু করতে যাচ্ছেন কম বয়সেই। মায়াবী চেহারার হাসান দারুণ নৈপুণ্য ও শান্ত স্বভাবের জন্য বেশ জনপ্রিয় নারীমহলেও। এবার তাদের হৃদয় ভেঙে বিয়ের পিড়িতে বসছেন এক দিকে থিতু হতে।

আসন্ন আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে রাখা হয়নি হাসান মাহমুদকে। তবুও দলের অনুশীলনে ছিলেন এই পেসার।

 

Link copied!