• ঢাকা
  • রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫

ঈদ শুভেচ্ছায় কী বলছেন ক্রীড়াঙ্গনের তারকারা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ২২, ২০২৩, ০১:১৬ পিএম
ঈদ শুভেচ্ছায় কী বলছেন ক্রীড়াঙ্গনের তারকারা
ছবি: সংগৃহীত

এক মাস সিয়াম সাধনার পর আজ  ঈদুল ফিতর উদযাপন করছেন সর্বস্তরের মানুষ। নিজ নিজ পরিবারের সাথে ঈদ উদযাপন করছেন ক্রীড়াবিদরাও। প্রত্যেকেই ফেসবুকে নিজেদের প্রিয়জন বা পরিবারের সাথে ছবি দিয়ে দেশের সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন।

স্ত্রী ও তিন সন্তান আমেরিকায় ঈদ পালন করলেও ক্রিকেটার সাকিব আল হাসান এবার ঈদ করছেন নিজ জন্মস্থান মাগুরাতে। নিজের ফেইসবুক পোস্টে তিনি ঈদবার্তায় বলেন, ‘আপনি যেখানেই থাকুন না কেন, আপনি এবং আপনার প্রিয়জনরা একসঙ্গে প্রতিটি মুহূর্ত উপভোগ করুন এবং নতুন বছর সবার জন্য ভালোবাসা, সুখ এবং প্রশান্তি নিয়ে আসুক। ঈদ মোবারক!’

তবে সাকিব দেশে থাকলেও দেশে নেই জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। ওমরা হজ করার জন্য কয়েকদিন আগে স্বপরিবারে সৌদি আরবে পাড়ি জমান তিনি। ঈদও সেখানেই উদযাপন করছনে ম্যাশ।  

আরাবিয়ান ঢঙ্গের পোশাকে দেওয়া ছবির পোস্ট করেছনে মাশরাফি। সেখানে তিনি লিখেন, ‘আনন্দ এবং ভালবাসা ছড়িয়ে দিন। সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানাই। আপনার ঈদ উদযাপন সুখ এবং শান্তিতে পূর্ণ হোক!’

তামিম ইকবাল লিখেছেন, ‘উৎসবমুখর আয়োজনে পরিবারের সাথে প্রত্যেকের ঈদ কাটুক আনন্দে ও নিরাপদে। ঈদ মুবারক!’

বাংলাদেশ নারী ক্রিকেট দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতিও ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। তিনি লিখেন, ‘সকল প্রিয় মানুষদের জানাই ঈদ মুবারক! আশা করি এই দিনটি আপনাদের জীবনে আনন্দ, শান্তি এবং সমৃদ্ধি আনুক। আমরা ভালোবাসা এবং ঐক্যের মাধ্যমে এই বিশেষ দিনটি পালন করি।’

জাতীয় দলের বাইরে থাকা মাহমুদউল্লাহ রিয়াদের সাম্প্রতিক সময়টা খুব একটা ভালো কাটছে না। ঈদ শুভেচ্ছায় তিনি লিখেছেন, ‘সবাইকে ঈদ মোবারক। পবিত্র রমজানের অনুভূতি পুরো বছরজুড়েই আমাদের সঙ্গে থাকুক এবং আনন্দ ও সম্মানের সঙ্গে জীবন পরিপূর্ণ হয়ে উঠুক।’

জাতীয় ফুটবল দলের অধিনায়ক ঈদ শুভেচ্ছায় ব্যবহার করেছেন মক্কায় হজ পালনের ছবি। সেখানে তিনি লিখেন, ‘সবাইকে ঈদ মোবারক। আল্লাহ সবাইকে ভালো রাখুক।’

সাফজয়ী নারী ফুটবল দলের অন্যতম সদস্য সানজিদা আক্তার লিখেন, ‘ঈদ সবার জীবনে বয়ে আনুক অনাবিল শান্তি।’ আরেক ফুটবলার মনিকা চাকমা লিখেছেন, ‘সারাবিশ্বে ঈদ উদযাপনকারী সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি।’

ক্রিকেটারদের জন্য পরিবারের সাথে ঈদ কাটানোর সুযোগ কমই আছে। ফলে এবার সুযোগ আসতেই সবাই লুফে নিয়েছেন। মুশফিকুর রহিম জন্মস্থান বগুড়াতে ঈদ উদযাপন করছেন। তিনি লিখেন, ‘সবাইকে সালাম ও ঈদ মোবারক। আল্লাহ আমাদের সমস্ত ভালো কাজের প্রতিদান দিক। জাজাকাল্লাহ খায়ের।’

বরাবরের মতো এবারের ঈদেও বাবা ও সন্তানের সঙ্গে মিলিয়ে পাঞ্জাবি পরেছেন পেসার তাসকিন আহমেদ। তিনি লিখেন,  ‘আমার পরিবার, বন্ধু ও শুভাকাঙ্ক্ষীদের সবাইকে ঈদ মোবারক জানাই! আসুন এই শুভ দিনে এবং তার পরের দিনগুলোতেও ভালবাসা এবং উদারতা ছড়িয়ে দিতে থাকি। মহান আল্লাহ আমাদের ভালো কর্মগুলোকে কবুল করুন এবং ভালোবাসা, আনন্দ ও শান্তিতে ভরা একটি বরকতময় ঈদ দান করুন।’

আইপিএল খেলতে এখন ভারতে অবস্থান করছেন ক্রিকেটার মোস্তাফিজুর রহমান। স্ত্রীর সঙ্গে ছবি দিয়ে তিনিও ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। এছাড়া অন্য ধর্মের হলেও ঈদের শুভেচ্ছা জানিয়েছেন লিটন কুমার দাস ও সৌম্য সরকাররাও।

নিজের বাবার সাথে ছবি দিয়ে ঈদের শুভেচ্ছা জানান বাঁহাতি পেসার শরিফুল ইসলাম। এছাড়া ঈদের শুভেচ্ছা জানিয়েছেন জাতীয় দলের আরেক ক্রিকেটার তাউহীদ হৃদয়।

Link copied!