• ঢাকা
  • বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০২৪, ২৫ আশ্বিন ১৪৩১, ৬ রবিউস সানি ১৪৪৬

এক ডাবল সেঞ্চুরিতে জোড়া রেকর্ড গিলের


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ১৮, ২০২৩, ০৮:০৪ পিএম
এক ডাবল সেঞ্চুরিতে জোড়া রেকর্ড গিলের

শ্রীলঙ্কার বিপক্ষে গত সিরিজের যখন একাদশে জায়গা পেলেন তখন কিছুটাও সমালোচনাও হলো। কেননা, তিনি তো খেলছেন এর আগের ম্যাচেই ডাবল সেঞ্চুরি করা ইশান কিষানের জায়গায়। তবে ওই সিরিজের শেষ ম্যাচে সেঞ্চুরি করে সব সমালোচনার জবাব অবশ্য তখনই দিয়েছিলেন ভারতীয় ব্যাটার শুভমন গিল।

আর এবার নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচেই সেই ইশানের রেকর্ডই ভাঙলেন গিল। ৮৭ বলে সেঞ্চুরি করা গিল এদিন ডাবল সেঞ্চুরি করেছেন ১৪৫ বলে। সেটাও আবার তার আগে টানা তিন ছক্কা হাঁকিয়ে।

এরই সাথে সবচেয়ে কম বয়সে ওয়ানডেতে ডাবল সেঞ্চুরি করার রেকর্ড গড়েছেন গিল। তার বয়স এখন ২৩ বছর ১৩২ দিন। এর আগে গত বছরের ডিসেম্বরে বাংলাদেশের বিপক্ষে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ২৪ বছর ১৪৫ দিন বয়সে ডাবল সেঞ্চুরির রেকর্ড গড়েছিলেন ইশান। এবার সেটাই ভাঙলেন গিল।

এখন পর্যন্ত গিলসহ মোট আটজন ব্যাটার ওয়ানডেতে ডাবল সেঞ্চুরি করেছেন। সেখানে ভারতীয় অধিনায়ক রোহিত শর্মার একারই রয়েছে তিনটি ডাবল সেঞ্চুরি। ওয়ানডেতে সর্বোচ্চ রানের ইনিংসও (২৬৪) রোহিতের।  গিল ছাড়াও ডাবল সেঞ্চুরি আছে শচিন টেন্ডুলকার, বিরেন্দর শেবাগ, মার্টিন গাপটিল, ক্রিস গেইল, ফখর জামান ও কিষানের।

এছাড়া এই ডাবল সেঞ্চুরি করার পথে ওয়ানডে ক্রিকেটে ১ হাজার রানের মাইলফলকও স্পর্শ করেছেন গিল। এই মাইলফলক স্পর্শ করতে গিলের লেগেছে ১৯ ইনিংস। ভারতীয় হিসেবে এটাই দ্রুততম ১ হাজার রানের রেকর্ড।

এর আগে এই রেকর্ড বিরাট কোহলি ও শিখর ধাওয়ানের দখলে ছিল। তারা দু’জনেই ২৪ ইনিংসে ১ হাজার রান করেছিলেন।

সব দল মিলিয়ে দ্রুততম হাজার রানের তালিকায় পাকিস্তানের ইমাম-উল-হকের যৌথভাবে দ্বিতীয় গিল।  ৮ ইনিংসে এই কীর্তিটি গড়ে শীর্ষে আরেক পাকিস্তানি ব্যাটার ফখর জামান।

Link copied!