• ঢাকা
  • সোমবার, ১৩ মে, ২০২৪, ৩০ বৈশাখ ১৪৩১, ৪ জ্বিলকদ ১৪৪৫

টানা দ্বিতীয়বার জার্মান কাপের চ্যাম্পিয়ন লাইপজিগ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুন ৪, ২০২৩, ১২:৩৫ পিএম
টানা দ্বিতীয়বার জার্মান কাপের চ্যাম্পিয়ন লাইপজিগ

শনিবার রাতে জার্মান কাপের ফাইনালে মুখোমুখি হয়েছিল পাঁচবারের চ্যাম্পিয়ন আইনট্রাখট ফ্রাঙ্কফুর্ট ও ডিফেন্ডিং চ্যাম্পিয়ন লাইপিজিগ। আইনট্রাখট ফ্রাঙ্কফুর্টকে ২-০ গোলের ব্যবধানে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো শিরোপা দখলে রেখেছে লাইপজিগ।

এনকুনকুর গোলে এগিয়ে যাওয়ার পর ব্যবধান দ্বিগুণ করেন লাইপজিগের দমিনিক সোবোসলাই। ম্যাচের শুরু থেকেই অবশ্য এগিয়ে ছিল তারা। বল দখলে রেখেছিল ৫৮ ভাগ। কিন্তু প্রথমার্ধে গোলের সুযোগ পায়নি। কয়েকবার চেষ্টা করেও প্রতিপক্ষের জালে বল জড়াতে পারেনি।

দ্বিতীয়ার্ধের ৭১ মিনিটে প্রথম গোলের দেখা পায় লাইপজিগ।  ফরাসি মিডফিল্ডার এনকুনকুর শটে বল প্রতিপক্ষের এক খেলোয়াড়ের গায়ে লেগে দিক পাল্টে জালে জড়ায়।

ম্যাচের ৮৫ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ডমিনিক সোবোসলাই। সেই গোলেও ছিল প্রথম গোল পাওয়া এনকুনকুর অবদান। তার নিচু পাস পেয়ে ডান পায়ের শটে বল জালে জড়িয়ে নিরাপদ ব্যবধান বাড়ান সোবোসলাই।

Link copied!