বর্তমান বিশ্বের অন্যতম সেরা ফুটবলার ফ্রান্সের কিলিয়ান এমবাপে। স্বদেশি পিএসজির হয়েই ক্লাব ফুটবলে ভক্তদের নজরে আসেন তিনি। পিএসজি ছেড়ে এমবাপে এখন স্পেনের জনপ্রিয় ও শক্তিশালী ক্লাব রিয়াল মাদ্রিদে যোগ দিয়েছেন। সেখানে জাকজমকভাবে মঙ্গলবার পরিচয় করিয়ে দেওয়া হলো তাকে।
দীর্ঘদিনের এক প্রতীক্ষা যেন শেষ হলো। দুই পক্ষের চুক্তি হয়েছিল আগেই, অপেক্ষা ছিল কেবল এমবাপেকে রিয়াল মাদ্রিদে বরণ করে নেওয়ার। মঙ্গলবার সান্তিয়াগো বের্নাবেউয়ে প্রায় ৭৫ হাজার দর্শকদের সামনে ফরাসি তারকাকে পরিচয় করিয়ে দিল স্প্যানিশ ক্লাবটি। বিশেষ মুহূর্তটি আরও দ্যুতিময় হলো কিংবদন্তি জিনেদিন জিদানের উপস্থিতিতে।
শুরু হলো বিশ্বকাপজয়ী, সময়ের সেরা ফুটবলারদের একজন এমবাপের নতুন অধ্যায়।
ক্লাবের জার্সি পরেই সমর্থকদের সামনে আসেন এমবাপে। জার্সিতে চুমু এঁকে, হাত নাড়িয়ে সমর্থকদের অভিবাদনের জবাব দেন তিনি। ইউরোপের সফলতম দলটিতে ৯ নম্বর জার্সি পরবেন তারকা এই ফরোয়ার্ড।