• ঢাকা
  • শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৪, ২৯ ভাদ্র ১৪৩১, ৯ রবিউল আউয়াল ১৪৪৬
প্যারিস অলিম্পিক

ছাত্রদের সমর্থনে বার্তা দিলেন ফুটবল অধিনায়ক জামাল ভূঁইয়া


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ৩, ২০২৪, ০২:১৬ পিএম
ছাত্রদের সমর্থনে বার্তা দিলেন ফুটবল অধিনায়ক জামাল ভূঁইয়া
জামাল ভূঁইয়া। ছবি : সংগৃহীত

চলমান কোটা সংস্কার আন্দোলনের আঁচ পড়েছে ক্রীড়াঙ্গনেও। সামাজিক যোগাযোগের মাধ্যমে আন্দোলনকারীদের সমর্থনে পোস্ট দিচ্ছেন অনেক ক্রীড়া তারকারা। এবার তাদের সঙ্গে সুর মেলালেন বাংলাদেশ ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া। 

শিক্ষার্থীদের আন্দোলনকে সমর্থন জানিয়ে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক ভিডিও বার্তা দিয়েছেন জামাল। তবে দেশসেরা এই মিডফিল্ডার দেশের সম্পদের ক্ষতি যেন কেউ না করে, সেই আহ্বানও জানিয়েছেন। 

ভিডিও বার্তায় জামাল লিখেছেন, ‘শিক্ষার্থীদের আন্দোলনকে সবাই সমর্থন করুন। তবে খেয়াল রাখতে হবে যেন কোনোভাবে দেশের সম্পদ বা মানুষের ক্ষতি কেউ না করে। কারণ দেশ আমাদের সবার। দেশের সকল শিক্ষার্থীদের পক্ষে আমরা সবসময় আছি।’

তিনি আরও বলেন, ‘শিক্ষার্থীদের সফল এই আন্দোলন মেধাকে এগিয়ে দিয়েছে। এর মধ্যে দেখলাম অনেক জায়গায় অনেক কিছু ভাঙচুর, আগুনে পুড়ানো হয়েছে এবং অনেক আহত-নিহত হয়েছে। সবাইকে অনুরোধ করি সবাই সাবধানে থাকুন।’

আরেক ভিডিও বার্তায় জামাল বলেন, ‘আমি চাই একটা ঐক্যবদ্ধ বাংলাদেশ। সহিংসতা কোনো উত্তর হতে পারে না। সহিংসতা আরও বেশি সহিংসতার জন্ম দেয়। আলোচনা করে সেরা সমাধান বের করাই একমাত্র উপায়। আমি এ ব্যাপারে বিশেষজ্ঞ নই। তবে সহিংসতার চেয়ে আলোচনা অনেক ভালো। সবারই পরিবার, বন্ধু-বান্ধব, আত্মীয়স্বজন আছে। কাছের কেউ আঘাত পেলে তা মেনে নেওয়া কঠিন। তাই আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। তাই লড়াই বাদ দিয়ে আলোচনা করতে হবে। ইনশাল্লাহ হয়ে যাবে। সহিংসতা থামান। ’

Link copied!