• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

বরখাস্ত পুরো লঙ্কান ক্রিকেট বোর্ড, নতুন চেয়ারম্যান রানাতুঙ্গা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ৬, ২০২৩, ১১:৫২ এএম
বরখাস্ত পুরো লঙ্কান ক্রিকেট বোর্ড, নতুন চেয়ারম্যান রানাতুঙ্গা
১৯৯৬ সালে শ্রীলঙ্কান বিশ্বকাপ জয়ী অধিনায়ক অর্জুনা রানাতুঙ্গা। ছবি: সংগৃহীত

ভারতের মাটিতে ওয়ানডে বিশ্বকাপে আশানুরূপ পারফরম্যান্স করতে পারছে না শ্রীলঙ্কা। নিজেদের ৭ ম্যাচে ২ জয় নিয়ে সেমিফাইনালে খেলা হচ্ছে না প্রায় নিশ্চিত। সেই সঙ্গে ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলা নিয়েও তৈরি হয়েছে শঙ্কা। সবশেষ ভারতের বিপক্ষে ৫৫ রানে অলআউট হওয়ার কারণে তীব্র সমালোচনার মুখে পড়ে শ্রীলঙ্কার ক্রিকেট। বিশ্বকাপে এমন ভরা ডুবির কারণে এবার পুরো ক্রিকেট বোর্ডকেই বরখাস্ত করলো শ্রীলঙ্কার ক্রীড়া মন্ত্রণালয়। একইসঙ্গে বিশ্বকাপ জয়ী অধিনায়ক অর্জুনা রানাতুঙ্গাকে চেয়ারম্যান করে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের (এসএলসি) অন্তর্বর্তীকালীন কমিটি গঠন করেছে দেশটির ক্রীড়া মন্ত্রাণালয়।

বার্তাসংস্থা রয়টার্সের সূত্রে জানা যায়, ভারতের বিপক্ষে ৩০২ রানের লজ্জার হারের পরেই চলমান বোর্ডকে বরখাস্ত করার সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কার ক্রীড়ামন্ত্রী রোশন রানাসিংহে। লঙ্কান ক্রীড়ামন্ত্রী শুক্রবার (৩ নভেম্বর) এক বিবৃতিতে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের গভর্নিং বডিকে "বিশ্বাসঘাতক এবং দুর্নীতিবাজ" অভিহিত করে বলেন, বোর্ড সদস্যদের পদত্যাগ করা উচিত।

রোশনের এই বিবৃতির পরই পদত্যাগ করেছিলেন লঙ্কান ক্রিকেট বোর্ডের সেক্রেটারি মোহন ডি সিলভা। তিনি কেন পদত্যাগ করছেন তার নির্দিষ্ট কারণ উল্লেখ করেননি। ধারণা করা হয়, দলের ব্যর্থতার কারণেই মোহন ডি সিলভা দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন।

এছাড়াও গত শুক্রবার এসএলসি শ্রীলঙ্কার কোচিং স্টাফ-নির্বাচকদের শোকজ করে একটি নোটিশ পাঠায়। সেই নোটিশে ভারতের বিপক্ষে শ্রীলঙ্কার শোচনীয় পরাজয়ের জন্য কোচিং স্টাফ ও নির্বাচকদের কাছে যথাযথ ব্যাখ্যা চাওয়া হয়। এই সব ঘটনার দুদিন পর এবার পুরো ক্রিকেট বোর্ডকে বরখাস্ত করল দেশটির ক্রীড়া মন্ত্রাণালয়।

এসএলসির পুরাতন কমিটি ভেঙে দেওয়ার পর ৭ সদস্যের একটি অন্তর্বর্তীকালীন কমিটি গঠন করা হয়েছে। যার দায়িত্বে থাকছেন শ্রীলঙ্কাকে ১৯৯৬ সালে বিশ্বচ্যাম্পিয়ন করা অধিনায়ক রানাতুঙ্গা। কমিটির অন্য সদস্যরা হচ্ছেন শ্রীলঙ্কা ক্রিকেটের সাবেক প্রেসিডেন্ট উপালি ধর্মদাসা, অবসরপ্রাপ্ত বিচারক এস আই ইমাম, রোহিণী মারাসিংহে ও ইরাঙ্গানি পেরেরা, আইনজীবী রাকিথা রাজাপক্ষে এবং ব্যাবসায়ী হিশাম জামালদিন।

খেলা বিভাগের আরো খবর

Link copied!