বয়স তার ৩৭ বছর। হয়তো আর বেশিদিন প্রিয় খেলাটির সঙ্গে থাকতে পারবেন না। তবে এই জীবনে টেনিস থেকে যা যা অর্জন করার সবই আয়ত্তে এসেছে তার।
২৪টি একক গ্রান্ড স্লাম শিরোপা জয়ী, টেনিসের জীবন্ত কিংবদন্তি সার্বিয়ার নোভাক জোকোভিচের কিন্তু একটি জায়গায় হতাশা ছিল। তিনি অলিম্পিকের সোনা জিততে পারছেন না। পর পর ছয়- সাত বার এ্যাটেম নিয়েও পারছিলেন না। অবশেষে এবার প্যারিস অলিম্পিক তাকে হতাশ করেনি।
রোববার এককের ফাইনালে জোকোভিচ বর্তমান সময়ের সেরা পারফরমার স্পেনের কার্লোস আলকারাজকে সরাসরি ৭-৬ ও ৭-৬ সেটে হারিয়ে সোনা জিতলেন।
সর্বকালের সেরা গ্রান্ড স্লাম শিরোপাধারী জোকোভিচ নিজ দেশকে উপহার দিলেন অলিম্পিক সোনার পদক। আলকারাজ পারলেন না স্বদেশী বিশ্ব তারকা রাফায়েল নাদালের সমকক্ষ হতে।
২১ বছর বয়সী আলকারাজ হারলেও দারুণ লড়াই করেছেন জোকোভিচের বিপক্ষে। আর জোকোভিচ জিতলেও হয়তো তার ক্যারিয়ারের অন্যতম কঠিন ম্যাচ ছিল তার।