• ঢাকা
  • সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫
কাতার বিশ্বকাপ

বিশ্বকাপ না জিতলেও সর্বকালের সেরা থাকবেন মেসি


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ১৫, ২০২২, ০৩:৩৯ পিএম
বিশ্বকাপ না জিতলেও সর্বকালের সেরা থাকবেন মেসি

আরও একবার বিশ্বকাপের ফাইনালে উঠেছেন লিওনেল মেসি। সর্বশেষ ২০১৪ বিশ্বকাপেও আর্জেন্টিনাকে ফাইনালে উঠিয়েছিলেন তিনি, কিন্তু জিততে পারেননি। এবার আদৌ জিততে পারবেন কিনা সেটা সময়ই বলে দেবে।

তবে আর্জেন্টিনার সাবেক ফুটবলার হোর্হে বুরুচাগা বলেছেন, বিশ্বকাপ না জিতলেও মেসিই সর্বকালের অন্যতম সেরা ফুটবলার থাকবেন।

বুরুচাগা বলেন,  “মেসি জিতুক আমি চাই। কিন্তু যদি জিততে না পারে, তাহলে কী হবে! বিশ্বকাপ জিতলেও মেসি যেমন থাকবে, বিশ্বকাপ না জিতলেও তেমন থাকবে। সে ম্যারাডোনার চেয়ে কম বা বেশি হবে না।”

তবে বুরুচাগা আশা করছেন, মেসি এবার বিশ্বকাপ জিতবেন। দেশের হয়ে ভালো খেলেন না এইসব অভিযোগ সহ্য করেই মেসি এখানে এসেছে বলে মনে করেন তিনি। বিশ্বকাপ জিতে এবার সময় এসেছে সেগুলো বন্ধ করার বলে মত বুরুচাগার।

“আশা করি, মেসির নেতৃত্বে আর্জেন্টিনা এবারের বিশ্বকাপ জিতবে। এবার শেষবার মেসি বিশ্বকাপে মাঠে নেমেছে। অনেক সমালোচনা সে সহ্য করে এই জায়গায় এসেছে। অভিযোগ উঠেছে, মেসি দেশের হয়ে ঠিকমতো খেলে না। বিশ্বকাপ জিতেই এই অভিযোগগুলো বন্ধ করতে হবে” যোগ করেন তিনি।

(১৮ ডিসেম্বর) বর্তমান চ্যাম্পিয়ন ফ্রান্সের বিপক্ষে শিরোপা যুদ্ধে লড়াই করবে আর্জেন্টিনা।

Link copied!