• ঢাকা
  • শনিবার, ১২ অক্টোবর, ২০২৪, ২৬ আশ্বিন ১৪৩১, ৮ রবিউস সানি ১৪৪৬

অস্ট্রেলিয়ার ১১১ বছরের রেকর্ড ভাঙল ইংলিশরা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ১, ২০২২, ১১:০১ পিএম
অস্ট্রেলিয়ার ১১১ বছরের রেকর্ড ভাঙল ইংলিশরা

ইংলিশ ক্রিকেটারদের অসুস্থতায় ধারণা ছিল হয়তো পেছাতে পারে রাওয়ালপিন্ডি টেস্ট। সেই শঙ্কা কাটিয়ে নির্ধারিত দিনেই মাঠে নেমেছে পাকিস্তান ও ইংল্যান্ড। টস জিতে ব্যাটিংয়ে নেমে প্রথম দিনে ৪ উইকেটে ৫০৬ রান তুলেছে ইংলিশরা। যা রীতিমতো রেকর্ড। টেস্ট ক্রিকেটের ইতিহাসে টেস্টের প্রথম দিনে আর কোনো দল এত রান তুলতে পারেনি।

এর আগে টেস্টের প্রথম দিন সর্বোচ্চ রানের রেকর্ডটি ছিল অস্ট্রেলিয়ার। সেটাও ১১১ বছর আগের ঘটনা। ১৯১০-১১ মৌসুমে সিডনিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তুলেছিল অজিরা।

পিন্ডিতে এদিন আরও একটি হয়েছে। ইংল্যান্ডের হয়ে সেঞ্চুরি করেছেন ৪ জন। টেস্ট ক্রিকেটে প্রথমদিনে সর্বোচ্চ সেঞ্চুরির রেকর্ড এটা। ওপেনার জ্যাক ক্রলির করা ৮৬ বলের সেঞ্চুরিটি ইংলিশ কোনো ওপেনারের দ্রুততম সেঞ্চুরি।

রাওয়ালপিন্ডিতে দুই দলের একাদশের ২২ ক্রিকেটারের মধ্যে ছয়জনের ছিল অভিষেক টেস্ট। ব্যাটিংয়ে নেমেই শুরু থেকেই ওয়ানডে মেজাজে খেলা শুরু করেন ইংল্যান্ডের দুই ওপেনার জ্যাক ক্রুলি ও বেন ডাকেট।

২৭ ওভারে ১৭৪ রান তুলে মধ্যাহ্ন বিরতিতে যায় ইংলিশরা। বিরতি থেকে ফিরেই সেঞ্চুরি পূর্ণ করেন ক্রুলি। ৮৬ বলে করেন শতক। আরেক ইংলিশ ওপেনার বেন ডাকেট শতরান করেন ১০৫ বলে। ২৩৩ রানে ভাঙে ওপেনিং জুটি।

দুই ওপেনারের সেঞ্চুরির দিনে অবশ্য ভালো করতে পারেননি জো রুট। ব্যক্তিগত ২৩ রানে ফেরেন তিনি। পরে সেঞ্চুরি করেন ওলি পোপ। তার ব্যাট থেকে আসে ১০৮ রান। এছাড়াও হ্যারি ব্রুক ১০১ রানের ইনিংস খেলে অপরাজিত আছেন। অধিনায়ক স্টোকস খেলেছেন ১৫ বলে ৩৪ রানের ইনিংস।

আলোর স্বল্পতায় ৭৫ ওভারে দিনের খেলার সমাপ্তি ঘোষণা করেন অনফিল্ড আম্পায়াররা।

Link copied!