আহমেদাবাদে বহুল প্রতীক্ষিত ইংল্যান্ড-নিউজিল্যান্ডের ম্যাচ দিয়ে মাঠে গড়িয়েছে বিশ্বকাপের এবারের আসর।। ডিফেন্ডিং চাম্পিয়ন ইংল্যান্ড অবশ্য টস হেরে টুর্নামেন্ট শুরু করেছে। নিউজিল্যান্ডের বিপক্ষে ব্যাট করছে থ্রী লায়ন্সরা। ইংলিশদের হয়ে দারুণ শুরু করে দলটির দুই ওপেনার। তবে ২৪ রানের ব্যবধানে ফিরে যায় জনি বেয়ারস্টো ও ডেভিড মালান। প্রতিবেদনটি লেখার আগে, ইংল্যান্ডের সংগ্রহ –ওভারে ২ উইকেটে--- রান।
বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে ইংলিশদের হয়ে দ্বিতীয় বলে রানের খাতা খোলেন জনি বেয়ারস্টো ৬ দিয়ে। ট্রেন্ট বোল্টের ছোঁড়া ইনসুইঙ্গার হাফ ভলি হয়ে আসে জনি বেয়ারস্টোর ব্যাটে। এমন বল পেয়ে সুযোগ হাতছাড়া করেননি এই আগ্রাসী ব্যাটার। অসাধারণ ফ্লিকে বল উড়িয়ে ব্যাকওয়ার্ড স্কয়ার অঞ্চল দিয়ে পাঠিয়ে দিলেন বাউন্ডারির বাইরে। এরপর আরও একটি চার সহ প্রথম ওভারে রান আসে ১২।
এরপর ডেভিড মালান ও বেয়ারস্টো হাত খুলেই খেলতে থাকেন। তবে, দলীয় ৪০ রানের সময় বিদায় নেন মালান। ১৪ রান করা মালানের উইকেট তুলে নেন ম্যাট হেনরি।
এরপর জো রুটের সঙ্গে জুটি করা বেয়ারস্টো নিজের ইনিংসটা বড় করতে ব্যর্থ হয়। বেয়ারস্টো ফেরেন মিচেল স্যান্টনারের বলে ৩৩ রান করে। ভাঙে ৩১ বলে ২৪ রানের।
এরপর রুটকে সাপোর্ট দিতে উইকেটে আসে হ্যারি ব্রুক। জেসন রয়ের জায়গায় দলে ডাক পাওয়া ব্রুক উইকেটে বেশিক্ষণ টিকতে পারেননি। ফিরে যান ২৫ রান করে। ২৫ রানের মধ্যে ২২ রানই এসছে বাউন্ডারি থেকে। যেখানে চার বাউন্ডারি ও একটা ওভারবাউন্ডারি ছিল তার ইনিংসে।
এরপর রুটকে যোগ্য সঙ্গ দিতে ব্যর্থ হয় মঈন আলী। ফেরেন ১১ রান করে। গ্লেন ফিলিপস নেন মঈন আলীর উইকেট।