• ঢাকা
  • বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০২৪, ২৫ আশ্বিন ১৪৩১, ৬ রবিউস সানি ১৪৪৬

বাংলাদেশে প্রস্তুতি ম্যাচ খেলতে রাজি না ইংল্যান্ড


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ২৯, ২০২৩, ০৫:৪৪ পিএম
বাংলাদেশে প্রস্তুতি ম্যাচ খেলতে রাজি না ইংল্যান্ড

বাংলাদেশ সফরে এসে প্রথমে দুটি প্রস্তুতি ম্যাচ খেলার কথা ছিল ইংল্যান্ড ক্রিকেট দলের। তবে মূল সিরিজ শুরুর আগে কোনো ম্যাচ না খেলার সিদ্ধান্ত নিয়েছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ইসিবি)। বিষয়টি নিয়ে সংশয় থাকলেও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরি নিশ্চিত করে বলেছেন ইংলিশ দল প্রস্তুতি ম্যাচ খেলছে না।

আগামী ১ মার্চ থেকে শুরু হবে বাংলাদেশ-ইংল্যান্ড সিরিজ। দুই দল খেলবে তিন ওয়ানডে ও তিন টি-টোয়েন্টি ম্যাচ। ঢাকা ও চট্টগ্রামে হবে সিরিজের সব ম্যাচ। বিসিবির পক্ষ থেকে জানানো হয়েছিল, দুটি প্রস্তুতি ম্যাচ আয়োজন করা হবে সিলেটে। কিন্তু ইংল্যান্ড দল প্রস্তুতি ম্যাচ দুটি বাতিল করেছে।

মিরপুরে বিসিবি কার্যালয়ের সামনে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলে নিজামউদ্দিন বলেন, "আমাদের পরিকল্পনা ছিল, তাদেরও কিছু চাহিদা ছিল। সে অনুযায়ী আমরা সবকিছু ঠিক করেছিলাম। আমরা সিলেটে প্রস্তুতি ম্যাচের আয়োজন করতে চেয়েছি। কিন্তু তারা অফিসিয়াল ম্যাচের মধ্যেই সীমাবদ্ধ থাকতে চেয়েছে। তাই প্রস্তুতি ম্যাচ বাতিল হয়েছে।"

তিনি আরও বলেন,  "ইংল্যান্ড দল আমাদের জানিয়েছে, তারা এই সফর কেবল অফিসিয়াল ম্যাচের মধ্যে সীমাবদ্ধ রাখতে চায়। এখন সেভাবেই সিরিজের পরিকল্পনা করা হচ্ছে।"

আগামী ১ মার্চ শুরু হবে ওয়ানডে সিরিজ। টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে ৯ মার্চ।

Link copied!