• ঢাকা
  • শুক্রবার, ১১ অক্টোবর, ২০২৪, ২৬ আশ্বিন ১৪৩১, ৮ রবিউস সানি ১৪৪৬

আইএলটি-২০ খেলতে মুখিয়ে আমিরাতের ক্রিকেটাররা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ৮, ২০২৩, ১২:৩৭ এএম
আইএলটি-২০ খেলতে মুখিয়ে আমিরাতের ক্রিকেটাররা

কদিন পরেই বাজতে যাচ্ছে ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টির (আইএলটি-২০) দামামা। বিশ্বের অন্যান্য দেশের ক্রিকেটারদের পাশাপাশি আরব আমিরাতের ক্রিকেটারদের বেড়ে ওঠার জন্য এটি একটি দারুণ প্ল্যাটফর্ম। এই সুযোগ কাজে লাগাতে মুখিয়ে আছেন আমিরাতের ক্রিকেটাররা।তাদের মধ্যে অন্যতম ব্যাটার চিরাগ সুরি ও বাঁহাতি স্পিনার জশ গিয়ান্নি। দুজনেই মাঠে নামার জন্য মুখিয়ে আছেন। ১৩ জানুয়ারি প্রথমবারের মতো এই লিগ শুরু হবে আর শেষ হবে ১২ ফেব্রুয়ারি।

সুরি তার প্রতিক্রিয়া জানাতে গিয়ে বলেন, ‘যখন আমাকে দুবাই ক্যাপিটাল দলে নিলো আমার স্বর্গীয় অনুভূতি হয়েছে। আমার জন্ম দিল্লিতে এখন আমি খেলবো দুবাই ক্যাপিটালে, যেটির মালিক আইপিএলের দল দিল্লি ক্যাপিটালস। তাই আমার জন্য এটা অনেক কিছু অর্থবহ করে তুলেছে।’

দুবাইয়ের হয়ে ৩১টি-টোয়েন্টিতে ৮১৭ রান করেছেন সুরি। ২০১৭ সালে তিনি আইপিএলের দল গুজরাট লায়ন্সে খেলেছিলেন।

এদিকে গতবছর যুব বিশ্বকাপ খেলা তরুণ স্পিনার গিয়ান্নি বলেন, ‘যখন আমি শুনলাম আমাকে দুবাই ক্যাপিটালস দলে নিয়েছে আমার গ্রহণ করতে সময় লেগেছে। আমি সত্যিকার অর্থে অনেক খুশি হয়েছি, যখন আমি জানতে পেরেছি।’

টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে আবুধাবি নাইটরাইডার্সের বিপক্ষে খেলতে নামবে দুবাই ক্যাপিটালস।

Link copied!