• ঢাকা
  • শুক্রবার, ০২ মে, ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২, ৩ জ্বিলকদ ১৪৪৬

মার্টিনেজের চোট কোথায়, জানেন না টেন হাগ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ১৪, ২০২৩, ০৪:৩৯ পিএম
মার্টিনেজের চোট কোথায়, জানেন না টেন হাগ
ছবি: সংগৃহীত

ইউরোপা লিগে সেভিয়ার বিপক্ষে ততক্ষণে পাঁচজন বদলি করে ফেলেছেন ম্যানচেস্টার ইউনাইটেড কোচ এরিক টেন হাগ। অথচ খেলার তখনও ম্যাচ শেষ হয়নি। তখনই মারাত্মক চোটে পড়লেন ইউনাইটেডের আর্জেন্টাইন ডিফেন্ডার লিসান্দ্রো মার্টিনেজ। চোট এতটাই গুরুতর যে সেভিয়ার হয়ে খেলা মার্টিনেজের দুই আর্জেন্টাইন সতীর্থ তাকে রীতিমতো কাঁধে করে মাঠের বাইরে দিয়ে গেলেন।

বৃহস্পতিবার (১৩ এপ্রিল) ওল্ড ট্রাফোর্ডে সেভিয়ার বিপক্ষে ২-২ গোলে ড্র করে ইউনাইটেড।   দুই গোলে এগিয়ে যাওয়ার পর দুটি আত্মঘাতী গোল হজম করে ২-২ ড্র করে টেন হাগের দল।

নিশ্চিত জয় হাতছাড়া হওয়ার ম্যাচে মার্টিনেজের চোট টেন হাগের কপালে চিন্তার ভাঁজ আরও বাড়িয়েছে। ম্যাচ শেষে তিনি বলেন,  “না, চোটটা ওই জায়গায় (অ্যাকিলিস টেন্ডন) নয়। তবে আমি জানি না চোটটা কোথায়। আমাদের অপেক্ষা করতে হবে এবং দেখতে হবে।”

ম্যানচেস্টার ইউনাইটেড একাদশের নিয়মিত মুখ মার্টিনেজ। চলতি মৌসুমে  ৪৫টি ম্যাচ খেলেছেন ২৫ বছর বয়সী এই আর্জেন্টাইন।

Link copied!