• ঢাকা
  • শনিবার, ২৭ জুলাই, ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১, ২০ মুহররম ১৪৪৫

নতুন নিয়মে হতাশ গার্দিওলা, সমস্যা দেখছেন না আর্তেতা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ৭, ২০২৩, ০৫:১৩ পিএম
নতুন নিয়মে হতাশ গার্দিওলা, সমস্যা দেখছেন না আর্তেতা
ছবি: সংগৃহীত

ম্যানচেস্টার সিটিকেও ট্রেবল জিতিয়েছেন পেপ গার্দিওলা। মনে হয়েছিল, সিটিকে মৌসুমের সম্ভাব্য সব শিরোপা অর্থাৎ ছয়টি শিরোপাই জেতাবেন গার্দিওলা। ট্রেবলজয়ী দলের শক্তি দলবদলের মৌসুমে আরও বাড়িয়ে নিয়েছেন কাতালান কোচ।

কিন্তু সিটির সে স্বপ্ন ভেস্তে গেছে কাল। আর্সেনালের কাছে টাইব্রেকারে হেরে গেছে কমিউনিটি শিল্ডে। নির্ধারিত সময়ে ১-১ গোলে ম্যাচ শেষ হওয়া খেলা গড়ায় টাইব্রেকারে। সেখানে ৪-১ ব্যবধানে হারে সিটি। হারের পর যোগ করা সময়ের নতুন নিয়ম নিয়ে ক্ষোভ জানিয়েছেন গার্দিওলা।

কাতার বিশ্বকাপে দেখা গিয়েছিল, মাঠে সময় নষ্ট হলে সেটা যোগ করা সময়ে পুষিয়ে দেওয়া হতো। সেটাই এবার ইংল্যান্ডের ফুটবলে প্রযোজ্য হবে। কাইল ওয়াকার ও থমাস পার্টে মাথায় ব্যাথা পাওয়ায় রেফারি স্টুয়ার্ট অ্যাটওয়াল ৯০ মিনিটের পর আরও ১৪ মিনিট পর্যন্ত খেলা টেনে নিয়েছেন।

হতাশ গার্দিওলা ম্যাচ শেষে তাই বলেছেন, ‘বিরক্তিকর বলব না, আমাদের এতে অভ্যস্ত হতে হবে। আমার মনে হয়েছে, আমরা ১-০ ব্যবধানে এগিয়ে ছিলাম বলেই নয়, আমার মনে হয়েছি ৮ মিনিট যোগ করার মতো কিছু ঘটেনি ম্যাচে। তবে এটা আন্তর্জাতিক বোর্ডের (আইন প্রণেতা) জন্য ভালো প্রশ্ন, কারণ তারা তো ম্যানেজার বা খেলোয়াড়দের পরামর্শ নেয় না।’

এভাবে ম্যাচের দৈর্ঘ্য বাড়ানোর কোনো কারণ খুঁজে পাচ্ছেন না গার্দিওলা, ‘ওদের যা ইচ্ছে হয়, আমাদের তা মেনে নিতে হচ্ছে। এখন সময় ম্যাচ ১০০ মিনিটের হবে, এটা নিশ্চিত। আজ কিছু হয়নি, তাতেই ৮ মিনিট। চিন্তা করুন যদি গোলের জন্য সময় বাড়াতে হয় এবং ৪-৩ ব্যবধানের কোনো ম্যাচে সাতটি গোলের প্রতিটির জন্য ৩০ থেকে ৪৫ সেকেন্ড যোগ করতে হচ্ছে। তাহলে তো পরদিন সকালেও আমাকে খেলা চালিয়ে যেতে হবে।’

হেরেছেন বলেই হয়তো নতুন নিয়ম মানতে কষ্ট হচ্ছে গার্দিওলার। এ কারণেই হয়তো নতুন নিয়মটা ভালো লাগছে জয়ী দলের কোচ মিকেল আরতেতার, ‘এটা তো কার্যকরী সময়ের ব্যাপার। আমার ধারণা, এটা খুব ভালো হয়েছে। কারণ খুব বাড়াবাড়ি হচ্ছিল (সময় নষ্ট করা)। এখন দলগুলো দুবার ভাববে। এখন আমাদের ১০০ মিনিট খেলার প্রস্তুতি নিতে হবে, প্রতি সপ্তাহেই এটা হবে।’

এই জয় ২০২৩-২৪ মৌসুমে আর্সেনালের লিগ জয়ের প্রত্যাশা বাড়িয়ে দেবে কিনা, ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এমন প্রশ্নের উত্তরে আর্তেতা বলেন,‘ আমি যত তাড়াতাড়ি সম্ভব (কমিউনিটি শিল্ডের) ট্রফিটি উঁচিয়ে ধরতে চেয়েছিলাম। এখন আমরা পরবর্তী চ্যালেঞ্জ নিয়ে ভাবতে পারি। এটাই ফুটবল-আপনি আজ হয়তো একটি শিরোপা জিতলেন, কিন্তু আগামীকালই আপনাকে অনুশীলন করতে হবে। এজন্যই আমরা এখানে আছি- এই ফুটবল ক্লাবটির জন্য শিরোপা জিততে এবং সাফল্য এনে দিতে।”

Link copied!