হেলস ঝড়ে ডেজার্ট ভাইপার্সের দারুণ জয়


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ১৬, ২০২৩, ১১:৪৮ পিএম
হেলস ঝড়ে ডেজার্ট ভাইপার্সের দারুণ জয়

অ্যালেক্স হেলসের দুর্দান্ত ব্যাটিংয়ে শারজা ওয়ারিয়র্সকে হারিয়ে আইএলটি২০ শুরু করলো ডেজার্ট ভাইপার্স। ১৪৬ রানের লক্ষ্যে নেমে ইংলিশ ব্যাটসম্যানের ৫২ বলে অপরাজিত ৮৩ রানের কল্যাণে ২০ বল হাতে রেখে জিতেছে দলটি।

ডেজার্ট ভাইপার্সের ৭ উইকেটের জয়ে অবদান রেখেছেন হেলসের জাতীয় দলের সতীর্থ স্যাম বিলিংস। ৩৮ বলে ৪৯ রান করেন তিনি। এর আগে দুজনে তৃতীয় উইকেটে ১২৮ রানের জুটি গড়েন। হেলসের ইনিংসে ছিল ৯ চার ও ৩ ছয়, বিলিংস মারেন ৪ চার ও ১ ছয়। ইনিংসের প্রথম দুই ওভারে ১৫ রানে ২ উইকেট হারানোর পর দুজনের ব্যাটে জয় ছিনিয়ে নেয় ডেজার্ট ভাইপার্স।

যদিও লক্ষ্য থেকে ৩ রান দূরে থাকতে থামেন বিলিংস। শেরফানে রাদারফোর্ড ১ রানে অপরাজিত ছিলেন। হেলস ৮৩ রানে অপরাজিত থেকে হন ম্যাচসেরা। ১৬.৪ ওভারে ৩ উইকেটে ১৪৮ রান করে ডেজার্ট ভাইপার্স।

টস হেরে ব্যাট করতে নেমে ৬৮ রানে ৫ উইকেট হারায় শারজা ওয়ারিয়র্স। জো ডেনলি ও মোহাম্মদ নবীর ৭৭ রানের অবিচ্ছিন্ন জুটিতে সম্মানজনক স্কোর গড়ে তারা। ডেনলি ৩৬ ও নবী ৩৪ রানে অপরাজিত ছিলেন। ৫ উইকেটে ১৪৫ রান করে তারা।

Link copied!