কাতার বিশ্বকাপ

চোটের গুঞ্জন উড়িয়ে দিলেন ডি পল


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ৮, ২০২২, ১১:৫৩ এএম
চোটের গুঞ্জন উড়িয়ে দিলেন ডি পল
ছবিঃ গেটি ইমেজস

চলতি বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডসের মুখোমুখি হবে আর্জেন্টিনা। কিন্তু তার মাত্র দুই দিন আগে একা একা অনুশীলন করেছেন আর্জেন্টাইন ফুটবলার রদ্রিগো ডি পল

আর তাতেই গুঞ্জন ওঠে, চোটে পড়েছেন ডি পল। এমনও বলা হচ্ছিল ডাচদের বিপক্ষে তাদের নাও পেতে পারে আর্জেন্টিনা। এমনিতেই বিশ্বকাপের আগে মিডফিল্ডার লো সেলসোকে হারিয়েছে মেসির দল। তার অভাবই এখনও পূরণ করতে পারেনি দলটি।

এর উপর এখন আবার ডি পলের ইনজুরির খবর শুনে রীতিমতো আর্জেন্টিনা সমর্থকদের মাথায় আকাশ ভেঙে পড়ার অবস্থা। তবে চোট নিয়ে যাবতীয় গুঞ্জন উড়িয়ে দিয়েছেন ডি পল।

ইনস্টাগ্রামে নিজের একাউন্টে দেওয়া পোস্টে জানিয়েছেন, চিন্তার কিছু নেই সব ঠিক আছে। ডি পল বলেন, “সবকিছু ঠিক আছে। আমরা কাজ চালিয়ে যাচ্ছি, নতুন একটি ফাইনালের জন্য চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছি। চলো আর্জেন্টিনা, একসঙ্গে এগিয়ে যাই।”

শুক্রবার (৯ ডিসেম্বর) দিবাগত রাত ১টায় শেষ আটের ম্যাচে নেদারল্যান্ডসের মুখোমুখি হবে আর্জেন্টিনা।

Link copied!