প্রাণনাশের ঝুঁকি এড়াতে দানি আলভেজ আরেক কারাগারে


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ২৫, ২০২৩, ০৩:৫৪ পিএম
প্রাণনাশের ঝুঁকি এড়াতে দানি আলভেজ আরেক কারাগারে

গেল বছরের ৩০ ডিসেম্বর এক স্প্যানিশ নারী ব্রাজিলিয়ান তারকা দানি আলভেজের বিরুদ্ধে থানায় যৌন হয়রানির অভিযোগ করেছেন। ২০ জানুয়ারি অভিযোগের ভিত্তিতে জিজ্ঞাসাবাদের জন্য থানায় গেলে ফুটবল তারকাকে গ্রেপ্তার দেখানো হয়।

ওই নারীর অভিযোগ অনুযায়ী, স্প্যানিশ শহর বার্সেলোনার একটি নাইট ক্লাবে নৈশভোজের একপর্যায়ে অনুমতি ছাড়াই তার স্পর্শকাতর জায়গায় স্পর্শ করেছেন আলভেজ। তবে ফুটবলার শুরু থেকেই এই অভিযোগ অস্বীকার করে আসছিলেন।

স্প্যানিশ সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, আলভেজের বিরুদ্ধে বিচার বিভাগীয় তদন্ত চলছে। পুলিশি কাস্টডিতে রাখা হয়েছিল বার্সেলোনার সাবেক এই ফুটবলারকে।

আলভেজকে যে কারাগারে রাখা হয়েছিল, সেখান থেকে তাকে পাঠানো হয়েছে অন্য কারাগারে। কারা কর্তৃপক্ষ এ ব্যাপারে স্পষ্ট করে কিছু না জানালেও স্পেনের পুলিশ কর্তৃপক্ষ জানিয়েছে, যে কারাগারে আলভেজকে রাখা হয়েছিল সেটি বিপজ্জনক। সেখানে বেশিদিন রাখা হলে জীবন হারানোর ঝুঁকিও তৈরি হতে পারত ব্রাজিলিয়ান তারকার। তাই তাকে অন্য জায়গায় সরিয়ে নেওয়া হয়েছে।

আলভেজ ব্রায়ান্স-১ কারাগারে ছিলেন তিনদিন। সেখানে বন্দীর সংখ্যা ২০০ এরও বেশি এবং বেশিরভাগই বড় বড় অপরাধের কারণে বন্দী রয়েছে। জেলের মধ্যে মারামারিও লেগে থাকে। তাই কারা কতৃপক্ষ ব্রাজিলিয়ান বর্ষীয়ান তারকাকে নিয়ে ঝুঁকি নিতে চায়নি।

Link copied!